ভারত-ওয়েস্ট ইন্ডিজ় দ্বিতীয় টেস্টে হঠাৎই আম্পায়ারের ভূমিকায় কেএল রাহুল! কিন্তু ‘আম্পায়ারিং’ করতে গিয়ে ভুল করে ফেললেন ভারতীয় দলের ওপেনার।
রবিবার টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্নভোজের ঠিক আগে দেখা যায় রাহুল উইকেটের বেল খুলে নিচ্ছেন। এই কাজটা আম্পায়াররাই করেন। রাহুল ধরে নিয়েছিলেন, মধ্যাহ্নভোজ হয়ে গিয়েছে। তাই আম্পায়ারের বেল খোলার অপেক্ষা না করে তিনি নিজেই বেল তুলে নেন। কিন্তু আম্পায়াররা তাঁকে জানান, এখনও এক ওভার বাকি আছে। এই নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।
ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংসের ৭১তম ওভারের পর। মধ্যাহ্নভোজের বিরতি হয়ে গিয়েছে ভেবে ভারতীয় ক্রিকেটাররা মাঠ ছেড়ে সাজঘরের দিকে যেতে শুরু করেন। ততক্ষণে রাহুল বেল খুলে দিয়েছিলেন। বিরতি হয়েছে ভেবে ধারাভাষ্যকার মুরলি কার্তিক ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোরকার্ড পড়তে শুরু করে দিয়েছিলেন। শুধু তা-ই নয়, আম্পায়ার পল রাইফেলও সাজঘরের দিকে হাঁটতে শুরু করেন।
কিন্তু, আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ বুঝতে পারেন, তখনওএক ওভার খেলা সম্ভব। তিনি ক্রিকেটারদের এবং তাঁর সতীর্থ আম্পায়ারকে ডেকে আনেন। এই নিয়ে সকলের মধ্যেই বিভ্রান্তি তৈরি হয়।