Advertisement
১৬ এপ্রিল ২০২৪
KL Rahul

KL Rahul: সারেনি চোট, চিকিৎসা করাতে জার্মানি পাঠানো হচ্ছে কেএল রাহুলকে

২০২১ সালে বার বার চোট-আঘাতে ভুগেছেন রাহুল। কব্জি, হ্যামস্ট্রিং, থাই মাসলের চোটে ভুগেছেন। তাঁর ঘন ঘন চোট পাওয়া নিয়ে উদ্বেগে বোর্ড কর্তারা।

লোকেশ রাহুল।

লোকেশ রাহুল। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ১৯:৫৪
Share: Save:

চোটের জন্য ইংল্যান্ড সফর থেকেও ছিটকে গেলেন লোকেশ রাহুল। ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে জার্মানি পাঠাচ্ছে চিকিৎসার জন্য। জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। ইংল্যান্ড সফরের দলে তিনি ছিলেন সহ-অধিনায়ক।

ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক ছিলেন রাহুল। সিরিজ শুরুর আগেই অনুশীলনে কুঁচকিতে চোট পেয়ে ছিটকে যান। দিল্লি থেকে তিনি চলে যান বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ)। সেখানেই চলছিল তাঁর চিকিৎসা। গত শনিবার রাহুলকে ফিটনেস পরীক্ষা দিতে বলা হয়। তাঁর ফিটনেস সন্তোষজনক নয় বলে জানিয়েছে এনসিএ। আরও জানানো হয়েছে, রাহুল এখনও সম্পূর্ণ চোট মুক্ত নন। এনসিএ-র রিপোর্ট পাওয়ার পর বোর্ড কর্তারা রাহুলকে চিকিৎসার জন্য জার্মানি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে জার্মানি যাবেন রাহুল। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘‘রাহুলের চোট সে ভাবে সারছে না। এটা একদমই ভাল লক্ষণ নয়। তাই আরও ভাল চিকিৎসার জন্য ওকে জার্মানি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ জার্মানির কোথায় রাহুলের চিকিৎসা হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি বোর্ডের তরফে। ইংল্যান্ডে রাহুলের পরিবর্ত হিসেবে কাউকে পাঠানো নিয়েও কোনও সিদ্ধান্ত হয়নি। সহ-অধিনায়ক হিসেবেও কারোর নাম জানানো হয়নি।

রাহুল গত এক বছর ধরেই নানা চোটে ভুগছেন। ২০২১ সালের জানুয়ারিতে কব্জির চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে পারেননি। ফেব্রুয়ারি মাসে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য প্রথমে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ, পরে টেস্ট সিরিজও খেলতে পারেননি। একই কারণে খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে। পরে নভেম্বরে থাই মাসলে চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও রাহুলকে পায়নি ভারতীয় দল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE