পিঠের ব্যথায় জোহানেসহার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিরাট কোহলী না খেলায় অধিনায়কত্ব করেছিলেন লোকেশ রাহুল। প্রথম টেস্টেই অবশ্য হারের মুখ দেখতে হয় তাঁকে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড চাইলে তিনি পাকাপাকি ভাবে টেস্ট দলের অধিনায়ক হতে তৈরি বলে জানিয়ে দিলেন রাহুল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ শুরু হওয়ার আগে সাংবাদিক বৈঠকে রাহুলকে টেস্ট দলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘নাম নিয়ে জল্পনা শুরু হওয়ার আগে আমি খুব একটা মাথা ঘামাইনি। জোহানেসবার্গে দলকে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য হয়েছিল। খেলার ফল আমাদের পক্ষে না গেলেও আমি অনেক কিছু শিখেছি। তার জন্য আমি গর্বিত।’’