ফেব্রুয়ারি মাসে আইপিএল-এর মেগা নিলাম হওয়ার কথা। তার আগেই দলের তিন ক্রিকেটারের নাম জানাল আইপিএল-এর নতুন দল লখনউ। সঞ্জীব গোয়েঙ্কার দল কিনে নিয়েছে ভারতের এক দিনের ও টি২০ দলের সহ-অধিনায়ক লোকেশ রাহুলকে। নতুন মরসুমে রাহুলই দলের অধিনায়ক হবেন বলে খবর।
রাহুল ছাড়াও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোইনিস ও রবি বিষ্ণোইকেও কিনেছে লখনউ। রাহুলের জন্য তাদের খরচ হয়েছে ১৫ কোটি টাকা। স্টোইনিসকে ১১ কোটি ও বিষ্ণোইকে ৪ কোটি টাকায় কেনা হয়েছে। অর্থাৎ আইপিএল-এর নিলামে ৬০ কোটি টাকা নিয়ে নামবে সঞ্জীবের ফ্র্যাঞ্চাইজি।