ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-ইংল্যান্ড টেস্ট দেখতে গিয়েছিলেন পাকিস্তানের কয়েক জন সমর্থক। তাঁদের মধ্যে এক সমর্থককে স্টেডিয়াম থেকে বার করে দেওয়া হয়। তিনি সমাজমাধ্যমে সেই ঘটনার ভিডিয়ো দেন। তা নিয়ে বিতর্কও হয়েছে। কেন ওই সমর্থককে বার করে দেওয়া হয়েছিল, তার জবাব দিলেন মাঠ কর্তৃপক্ষ।
ফারুখ নজ়র নামের ওই পাক সমর্থক সমাজমাধ্যমে একটা ভিডিয়ো দেন। সেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানের জার্সি পরে রয়েছেন তিনি। মাঠের নিরাপত্তারক্ষীরা তাঁকে গিয়ে বলেন, পাকিস্তানের জার্সি ঢেকে ফেলতে। সেটা তিনি করতে চাননি। তার পরেই তাঁকে মাঠ থেকে বার করে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা।
এই প্রসঙ্গে ল্যাঙ্কাশায়ার কাউন্টি জানিয়েছে, ওই সমর্থকের সুরক্ষার কথা মাথায় রেখেই বার করে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। তারা বলেছে, “আমরা পরিষ্কার করতে চাই যে পাকিস্তানের জার্সি পরে থাকার কারণে কাউকে বার করে দেওয়া হয়নি। পাকিস্তানের কয়েক জন সমর্থক তাঁদের দেশের পতাকা নিয়ে মাঠে এসেছিলেন। কাছেই ভারতীয় সমর্থকেরাও ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হতে পারত। তাই আমরা পাক সমর্থকদের বলি, পতাকা না নাড়াতে। তাঁরা আমাদের অনুরোধ মেনে নেন।”
আরও পড়ুন:
কিন্তু ফারুখ তাঁদের কথা শোনেননি বলে জানিয়েছেন ল্যাঙ্কাশায়ার। তারা বলেছে, “আমরা প্রত্যেক দর্শকের সুরক্ষার বিষয়টা ভেবেছি। তাই ওই সমর্থককে জার্সি ঢেকে ফেলতে বলেছিলাম। কিন্তু উনি রাজি হননি। বার বার অনুরোধে কাজ না হওয়ায় ওঁকে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে উনি স্টেডিয়াম ছাড়েন।”
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও তার জবাবে ‘অপারেশন সিঁদুর’ ঘিরে ভারত ও পাকিস্তানের সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে। তার প্রভাব পড়েছে খেলাধুলোতেও। ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’-এ পাকিস্তান ম্যাচ বয়কট করেছে ভারত। যদিও এশিয়া কাপে ভারত-পাকিস্তানকে এক গ্রুপেই রাখা হয়েছে। সেই ম্যাচ ঘিরেও আপত্তি উঠছে। এই আবহেই ভারতের ম্যাচ চলাকালীন পাকিস্তান সমর্থককে মাঠ থেকে বার করে দেওয়ায় বিতর্ক হয়েছে। তারই জবাব দিয়েছেন মাঠ কর্তৃপক্ষ।