Advertisement
E-Paper

২১ নজির! ভারত-ইংল্যান্ড ওভাল টেস্টে কী কী কীর্তি গড়লেন দু’দলের ক্রিকেটারেরা?

একগুচ্ছ নজির তৈরি হল ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টে। নজির গড়েছেন দু’দলের ক্রিকেটারেরাই। ব্যক্তিগতের পাশাপাশি দলগত নজিরও হয়েছে। কিছু গর্বের। কিছু লজ্জারও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ২০:৪০
picture of cricket

টেস্ট জয়ের উচ্ছ্বাস ভারতীয় ক্রিকেটারদের। ছবি: এক্স।

ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৬ রানে জিতেছেন শুভমন গিলেরা। ৫ উইকেট নিয়ে ভারতের জয়ের অন্যতম নায়ক মহম্মদ সিরাজ। এই টেস্টেই হল একগুচ্ছ রেকর্ড। দেখে নেওয়া যাক ওভালে দু’দলের লড়াইয়ে কী কী নজির তৈরি হল।

১) রানের নিরিখে সবচেয়ে কম ব্যবধানে টেস্ট জিতল ভারত। ২০০৪ সালে মুম্বইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩ রানে টেস্ট জিতেছিল ভারত। সোমবার ওভালে ৬ রানে জয়ে তৈরি হল নতুন নজির।

২) বিশ্বের প্রথম ব্যাটার হিসাবে জো রুট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬০০০ রান করার নজির গড়েছেন।

৩) রুট বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে তৃতীয় বার ৫০০ বা তার বেশি রান করলেন। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে দু’বার ৫০০ বা তার বেশি রান করার নজির রয়েছে এভার্টন উইকস, গ্যারি সোবার্স, জ়াহির আব্বাস, রিকি পন্টিং এবং ইউনিস খানের।

৪) রুট বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে ঘরের মাঠে ২৪টা টেস্ট শতরান করলেন। ঘরের মাঠে ২৩টা করে টেস্ট শতরান রয়েছে পন্টিং, জ্যাক কালিস এবং মাহেলা জয়বর্ধনের।

৫) বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসাবে রুট ঘরের মাঠে একটি দলের বিরুদ্ধে টেস্টে ২০০০ রান করার কৃতিত্ব অর্জন করলেন। ডন ব্র্যাডম্যান ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮টা টেস্টে ২৩৫৪ রান করেছিলেন। ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে ২০টা টেস্টে রুটের রান হল ২১১১।

৬) ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসাবে কোনও একটি দেশের বিরুদ্ধে ১৩টা টেস্ট শতরান করলেন রুট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২টা টেস্ট শতরান রয়েছে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জ্যাক হবসের। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯টা শতরান রয়েছে ব্র্যাডম্যানের। তাঁর পরই থাকল রুটের নাম।

৭) ইংল্যান্ডের মাটিতে ৮৪টা টেস্টে রুটের রান হল ৭৩২৯। তিনি ছাপিয়ে গিয়েছেন সচিন তেন্ডুলকরকে। দেশের মাটিতে তেন্ডুলকরের টেস্ট রান ৭১২৬। রুটের আগে রয়েছেন পন্টিং। তিনি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ৭৫৭৮ রান করেছেন। রুট এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেন।

৮) ভারত-ইংল্যান্ডের একটি টেস্ট সিরিজ়ে সবচেয়ে বেশি রান করার নজির ছিল গ্রাহাম গুচের। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ১৯৯০ সালের সিরিজ়ে করেছিলেন ৭৫২ রান। তাঁর রেকর্ড ভেঙে দিয়েছেন শুভমন গিল। তিনি এই সিরিজ়ে করেছেন ৭৫৪ রান।

৯) ভারতের টেস্ট অধিনায়ক হিসাবে একটি টেস্ট সিরিজ়ে সবচেয়ে বেশি রান করেছেন শুভমন। তিনি ভেঙেছেন সুনীল গাওস্করের নজির। ১৯৭৮-৭৯ মরসুমে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ়ে অধিনায়ক হিসাবে গাওস্কর করেছিলেন ৭৩২ রান। শুভমন ইংল্যান্ডে করলেন ৭৫৪ রান।

১০) রবীন্দ্র জাডেজা ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৩ রান করেছেন। পাঁচ টেস্টের সিরিজ়ে ছ’টা ইনিংসে জাডেজা ৫০ বা তার বেশি রান করেছেন। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ে এমন নজির আর কারও নেই।

১১) ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভারতীয় দল মোট ৩৮০৯ রান করেছে। পাঁচ টেস্টের সিরিজ়ে এত রান করার কৃতিত্ব আর কোনও দলের নেই। ১৯৯৩ সালের অ্যাশেজ় সিরিজ়ে অস্ট্রেলিয়া ৩৮৭৭ রান করেছিল। সেই সিরিজ়ে ছ’টা টেস্ট হয়েছিল। একটি টেস্ট সিরিজ়ে ভারতের ৩৮০৯ রান থাকল তালিকায় দ্বিতীয় স্থানে।

১২) এই প্রথম কোনও টেস্ট সিরিজ়ে ভারতের তিন জন ব্যাটার ৫০০ বা তার বেশি রান করলেন। শুভমন, জাডেজা এবং লোকেশ রাহুল মিলে এই নজির গড়েছেন।

১৩) ওভাল টেস্টের প্রথম ইনিংসে সিরাজ ৪ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। এশিয়ার প্রথম বোলার হিসাবে ইংল্যান্ডের মাটিতে অন্তত চার জন ইংরেজ ব্যাটারকে সাত বার করে আউট করলেন টেস্ট ক্রিকেটে।

১৪) ওভাল টেস্টে বেন ডাকেট এবং জ্যাক ক্রলি প্রথম উইকেটে জুটিতে দু’ইনিংসে ৯২ এবং ৫০ রান করেছেন। ভারতের বিরুদ্ধে টেস্টে তাঁদের ওপেনিং জুটি নোট ন’বার ৫০ বা তার বেশি রান করল। নতুন নজির গড়েছেন তাঁরা। আগের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজ়ের ডেসমন্ড হেইনস এবং গর্ডন গ্রিনিজের। তাঁরা ভারতের বিরুদ্ধে টেস্টে আট বার ৫০ বা তার বেশি রান করেছিলেন ওপেনিং জুটিতে।

১৫) ডাকেট-ক্রলি বিশ্বের দ্বিতীয় ওপেনিং জুটি হিসাবে টেস্টে ভারতের বিরুদ্ধে ১০০০ রান করলেন। এই কৃতিত্ব এত দিন ছিল কেবল হেইনস-গ্রিনিজ জুটির।

১৬) নৈশপ্রহরী হিসাবে ব্যাট করতে নেমে ওভালে ৬৬ রানের ইনিংস খেলেছেন আকাশদীপ। ভারতের টেস্ট ইতিহাসে আকাশদীপ তৃতীয় নৈশপ্রহরী হিসাবে অর্ধশতরান করলেন। ১৯৭৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সৈয়দ কিরমানি ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। এ ছাড়া অমিত মিশ্র ২০১০ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৫০ এবং ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৪ রানের ইনিংস খেলেন।

১৭) এই প্রথম কোনও দেশ টেস্টে ৩০০ বা তার বেশি রান তাড়া করতে নেমে ১০ রানের কম ব্যবধানে হারল। এর আগে এমন ক্ষেত্রে সবচেয়ে কম রানে হারের নজির ছিলও ইংল্যান্ডের। ১৯২৫ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৭৫ রান তাড়া করতে নেমে ১১ রানে হেরেছিল ইংরেজরা।

১৮) ওভালের দ্বিতীয় ইনিংসে জ্যাকব বেথেল আউট হওয়ায় সময় ইংল্যান্ড জয় থেকে ৪২ রান দূরে ছিল। পঞ্চম ব্যাটার হিসাবে আউট হন বেথেল। অর্থাৎ জয়ের লক্ষ্য থেকে ৫০ রানেরও কম দূরত্বে থাকা অবস্থায় ৬ উইকেট পড়েছে ইংল্যান্ডের। এর আগে কখনও টেস্টে জয়ের লক্ষ্য থেকে ৫০ বা তার কম রানের দূরত্বে থেকে ৬ বা তার বেশি উইকেট হারায়নি ইংল্যান্ড।

১৯) ওভাল টেস্টে এলবিডব্লিউ আউট হয়েছে ১২টা। লন্ডনের এই মাঠে কোনও টেস্টে এর থেকে বেশি এলবিডব্লিউ আউট হয়েছে আর এক বারই। ২০০০ সালে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ় টেস্টে এলবিডব্লিউ আউটের সংখ্যা ছিল ১৪।

২০) সব ধরনের ক্রিকেট মিলিয়ে ভারতের বিরুদ্ধে রুটের শতরানের সংখ্যা হল ১৬। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের নজির স্পর্শ করলেন তিনি। একটি দেশের বিরুদ্ধে শতরান করার ক্ষেত্রে তাঁদের আগে রয়েছেন কেবল ব্র্যাডম্যান। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর শতরানের সংখ্যা ১৯টি।

২১) ২০০০ সালের পর ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ় হল চতুর্থ, যে সিরিজ়ের পাঁচটি টেস্টের ফলাফলই নির্ধারণ হয়েছে পঞ্চম দিনে। ২০০১ সালে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ়, ২০০৪-০৫ মরসুমে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড এবং ২০১৭-১৮ মরসুমে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ়েও পাঁচটি টেস্টের ফয়সালা হয়েছিল পঞ্চম দিনে।

India vs England 2025 Test Series Shubman Gill Oval Test
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy