বিশ্বক্রিকেটে তৃতীয় দলের মালিক হয়েছেন সঞ্জীব গোয়েন্কা। আরও একটা দল কিনেছেন তিনি। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায় ম্যাঞ্চেস্টার অরিজিনালের ৭০ শতাংশের মালিকানা কিনেছেন কলকাতার শিল্পপতি। বৃহস্পতিবার সেই চুক্তি হয়েছে।
মুকেশ অম্বানীর মুম্বই ইন্ডিয়ান্স, এন শ্রীনিবাসনের চেন্নাই সুপার কিংসের মতো লখনউ সুপার জায়ান্টসের মালিক গোয়েন্কাও ভারতের পাশাপাশি অন্য দেশের লিগে দল কিনছেন। চলতি সপ্তাহের শুরুতে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু চুক্তিতে সই করার জন্য কিছুটা সময় নেন গোয়েন্কা। ‘দ্য অবজ়ার্ভার’-এর রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে হরিয়ালি অমাবস্যা। সেই কারণে নতুন চুক্তিতে সই করার জন্য বৃহস্পতিবারকেই বেছে নিয়েছেন তিনি।
এর আগে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে ডারবানের দল কিনেছেন গোয়েন্কা। লখনউ সুপার জায়ান্টসের মতো সেই দলের নাম তিনি রেখেছেন ডারবান সুপার জায়ান্টস। জানা গিয়েছে, দ্য হান্ড্রেড লিগে নতুন দলের নাম হবে ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস। অগস্ট মাসে শুরু হচ্ছে দ্য হান্ড্রেড। তবে এ বার সেখানে ম্যাঞ্চেস্টার অরিজিনাল নামেই খেলবে দল। পরের বার থেকে নতুন নামে খেলবে গোয়েন্কার এই দল।
আরও পড়ুন:
গোয়েন্কার পুত্র তথা আরপিএসজি গোষ্ঠীর সহ-সভাপতি শাশ্বত গোয়েন্কা জানিয়েছেন, দুই ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ম্যাঞ্চেস্টার সিটির জনপ্রিয়তাকে তাঁরা চ্যালেঞ্জ করতে চান। শাশ্বত বলেন, “আমাদের দল ফুটবল খেলে না। ক্রিকেট খেলে। আমরা চাই ম্যাঞ্চেস্টারে তৃতীয় বড় দল হোক ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস। ম্যাঞ্চেস্টারের দুই ফুটবল দলকে আমরা চ্যালেঞ্জ জানাব।”
অবশ্য ফুটবলেও একটা দল রয়েছে গোয়েন্কার। কলকাতার ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের মালিক তিনি। গত তিন বছরে ভারতীয় ফুটবলে সবচেয়ে সফল ক্লাব মোহনবাগান। ক্রিকেটেও সেই সাফল্য চাইছেন গোয়েন্কা।