এ বারের আইপিএলে প্লে-অফের দৌড়ে নেই লখনউ সুপার জায়ান্টস। কিন্তু বৃহস্পতিবার তারা হারিয়ে দিয়েছে গুজরাত টাইটান্সকে। সেই জয় কিছুটা আনন্দ এনে দিয়েছে লখনউ শিবিরে। অধিনায়ক ঋষভ পন্থ আফসোস করছেন প্লে-অফে ওঠার সুযোগ পেয়েও তা হারানোর কথা ভেবে।
গুজরাতের বিরুদ্ধে বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে ২৩৫ রান তোলে লখনউ। শতরান করেন মিচেল মার্শ। সেই রান তারা করতে নেমে গুজরাতের ইনিংস থেমে যায় ২০২ রানে। জয়ের পর পন্থ বলেন, “খুবই খুশি। দল হিসাবে দেখিয়ে দিয়েছি যে আমরা ভাল খেলতে পারি। এক সময় আমাদের কাছেও সুযোগ ছিল প্লে-অফে ওঠার। কিন্তু খেলায় হার-জিত আছে। আমাদের শিক্ষা নিতে হবে এবং আগামী দিনে আরও ভাল খেলতে হবে।”
আরও পড়ুন:
লখনউয়ের আর একটি ম্যাচ বাকি। লিগ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ২৭ মে লখনউয়ে হবে সেই ম্যাচ। লখনউ সেই ম্যাচ জিতে প্রতিযোগিতা শেষ করতে চাইবে।
বৃহস্পতিবার গুজরাত রান তাড়া করতে নেমে দ্রুত রান তুলছিল। পন্থ বলেন, “আমাদের লক্ষ্য ছিল প্রথম তিন ব্যাটারকে দ্রুত আউট করা। কিন্তু নীচের দিকে নেমে শাহরুখ খান যে ভাবে ব্যাট করল, সেটার প্রশংসা করতে হবে। আমাদের হয়ে মার্শ, (এডেন) মার্করাম এবং (নিকোলাস) পুরান যে ভাবে ব্যাট করল তা প্রশংসনীয়। পুরো ব্যাটিং বিভাগই ভাল খেলেছে। ফিল্ডিংয়ে কিছু খামতি রয়েছে। আমাদের সেগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।”