বঙ্গ প্রো টি-টোয়েন্টি লিগের ফাইনালে মহিলাদের বিভাগে শুক্রবার চ্যাম্পিয়ন হয়েছে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। ইডেনে তারা মুর্শিদাবাদ কুইনসকে হারিয়েছে পাঁচ রানে।
অন্য দিকে ছেলেদের বিভাগে বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হয়ে যাওয়ায় যুগ্মজয়ী ঘোষণা করা হয়েছে সোবিস্কো স্ম্যাশার্স মালদহ এবং মুর্শিদবাদ কিংস দুই দলকেই।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে কলকাতা করে ১১০-৫। ৩৭ রানে অপরাজিত থাকেন ঈপ্সিতা মন্ডল। অধিনায়ক মিতা পাল করেন ২৪ রান। জবাবে ১০৫ রানেই থামে মুর্শিদাবাদ। মিতা ১৭ রান দিয়ে দু’উইকেট নেন। তিনিই ম্যাচের সেরা হয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)