রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে মাঁকড়ীয় আউট ঘিরে বিতর্ক হল। বেঙ্গালুরুর জিতেশ শর্মাকে মাঁকড়ীয় আউট করার চেষ্টা করলেন লখনউয়ের দিগ্বেশ রাঠী। আম্পায়ারের কাছে আবেদনও করেন তিনি। যদিও দিগ্বেশের অনুরোধ রাখলেন না ঋষভ পন্থ। মন জিতলেন লখনউয়ের অধিনায়ক।
লখনউয়ের বিরুদ্ধে ২২৮ রান তাড়া করতে নেমে তখন টান টান লড়াই চলছে। ১৯ বলে দরকার ২৯ রান। বল করছিলেন দিগ্বেশ। স্ট্রাইকে ছিলেন মায়াঙ্ক যাদব। নন-স্ট্রাইকিং প্রান্তে ছিলেন জিতেশ শর্মা। দিগ্বেশ বল ছোড়ার আগেই ক্রিজ় ছেড়ে বেরিয়ে যান জিতেশ। দিগ্বেশ বল না করে নন-স্ট্রাইকিং প্রান্তের উইকেট ভেঙে দেন। জিতেশ তখনও বাইরে। আম্পায়ার দিগ্বেশকে জিজ্ঞাসা করেন, তিনি কি সত্যিই আউটের আবেদন করছেন? তাতে দিগ্বেশ হ্যাঁ বলেন।
রিপ্লে-তে দেখা যায়, জিতেশ ক্রিজ়ের বাইরে থাকলেও একটা ভুল করে ফেলেছেন দিগ্বেশ। মাঁকড়ীয় আউটের ক্ষেত্রে নিয়ম হল, বোলারকে ফলো থ্রু শেষ করার আগে উইকেট ভাঙতে হবে। ফলো থ্রু শেষ হয়ে গেলে আর এই ভাবে আউট করা যাবে না। দিগ্বেশের ফলো থ্রু হয়ে গিয়েছিল। তাই নট আউট দেন তৃতীয় আম্পায়ার।
আরও পড়ুন:
অবশ্য মায়াঙ্ক আউট হলেও ডাগ আউটে ফিরতে হত না তাঁকে। কারণ, পন্থ আম্পায়ারকে বলেন, তাঁরা মাঁকড়ীয় আউট করতে চান না। নিজের দলের স্পিনারের অনুরোধ রাখেননি তিনি। ক্রিকেটীয় মানসিকতা বজায় রাখতে চেয়েছেন। এই ঘটনার পরে পন্থকে জড়িয়ে ধরেন বেঙ্গালুরুর ব্যাটার জিতেশ। সমর্থকেরাও পন্থের এই সিদ্ধান্তের প্রশংসা করেন হাততালি দিয়ে।
এই ম্যাচে ব্যাট হাতে রানে ফিরেছেন পন্থ। ৬১ বলে ১১৮ রান করেছেন তিনি। চলতি আইপিএলে প্রথম বার পুরনো পন্থকে দেখা গিয়েছে। রানে ফেরার পাশাপাশি মনও জিতলেন লখনউয়ের অধিনায়ক।