Advertisement
০২ মে ২০২৪
Manoj Tiwary

Manoj Tiwary: ‘উলটপুরান’! মন্ত্রী থেকে নেতা হলেন মনোজ তিওয়ারি

দলীপ ট্রফির জন্য পূর্বাঞ্চল দল বেছে নেওয়া হয়েছে। সেখানে জায়গা পেয়েছেন বাংলার সাত ক্রিকেটার। অধিনায়ক হয়েছেন মনোজ তিওয়ারি।

মনোজ তিওয়ারি।

মনোজ তিওয়ারি। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২২ ২২:২৭
Share: Save:

নতুন দায়িত্ব পেলেন মন্ত্রী মনোজ তিওয়ারি। দলীপ ট্রফির জন্য পূর্বাঞ্চল দলের অধিনায়ক করা হল তাঁকে। দলে জায়গা পেয়েছেন বাংলার সাত জন ক্রিকেটার।

বৃহস্পতিবার রাঁচিতে বৈঠকে পূর্বাঞ্চল দল বেছে নেওয়া হয়েছে। ১৫ জনের দলে মনোজ ছাড়া বাংলার আরও যে ছয় ক্রিকেটার রয়েছেন তাঁরা হলেন, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল, শাহবাজ আহমেদ, ঈশান পোড়েল ও আকাশ দীপ। চার জন ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। সেখানে রয়েছেন বাংলার সায়নশেখর মণ্ডল।

রাজনীতিতে যোগ দেওয়ার পরে মন্ত্রী হয়েছেন মনোজ। বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পরেও ক্রিকেট ছাড়েননি তিনি। এখনও বাংলার হয়ে রঞ্জি খেলেন তিনি। আগামী মরসুমের রঞ্জির জন্য বাংলা দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন মনোজ। তার মধ্যেই তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হল।

৮ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হতে চলেছে দলীপ ট্রফি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Manoj Tiwary duleep trophy bengal cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE