দ্বিতীয় এক দিনের ম্যাচ হারায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় হার নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের। আগামী শনিবার তৃতীয় এক দিনের ম্যাচ এখন নিয়মরক্ষার। অধিনায়ক হিসাবে প্রথম এক দিনের সিরিজ়েই হারতে হল শুভমন গিলকে। বৃহস্পতিবার ম্যাচের হারের কারণও বলে দিলেন তিনি। কিছুটা বিরক্ত মনে হল তাঁকে।
হারের জন্য খারাপ ফিল্ডিংকে দুষলেন শুভমন। মেনে নিলেন ক্যাচ ফেললে ম্যাচ জেতা যায় না। কিছুটা বিরক্ত শুভমন বলেছেন, ‘‘আমার মনে হয়, আমরা যথেষ্ট ভাল রান করেছিলাম। কিন্তু দুটো ক্যাচ পড়ে গেলে লড়াইটা সহজ হয় না। তা ছাড়া খেলা যত গড়িয়েছে, পিচ ব্যাট করার জন্য তত ভাল হয়েছে।’’ টসের ফল কি ম্যাচের ফলে প্রভাব ফেলেছে? আবার টস হারা শুভমন মানতে চাননি। তিনি বলেছেন, ‘‘এই ম্যাচে টস প্রথম ম্যাচের মতো গুরুত্বপূর্ণ ছিল না। দু’টো দলই কিন্তু প্রায় ৫০ ওভার ব্যাট করেছে। প্রথম ইনিংসের ১০-১৫ ওভারের পর পিচ সহজ হয়ে যায়। দেখলেন তো রোহিত শর্মা কেমন খেলল। বেশ কিছু দিন বাদে এক দম চেনা মেজাজে দেখা গেল ওকে। ইনিংসের শুরুটা যে ভাবে সামলে দিয়েছে, তাতে আমরা সকলে খুশি।’’