মেয়েদের টি২০ প্রতিযোগিতায় বিশ্রাম দেওয়া হতে পারে ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার মিতালি রাজ ও ঝুলন গোস্বামীকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নতুন প্রতিভা তুলে আনার দিতে নজর দিচ্ছে বিসিসিআই। তাই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘মেয়েদের টি২০ প্রতিযোগিতায় মিতালি ও ঝুলনকে বিশ্রাম দেওয়া হয়েছে। আমরা ঘরোয়া প্রতিযোগিতা থেকে নতুন প্রতিভাদের তুলে এনে তাদের বেশি সুযোগ দিতে চাইছি। এই প্রতিযোগিতা খেললে তারা অনেক কিছু শিখতে পারবে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’