গত ছয় মাসে তাঁর দল যে ধারাবাহিকতা বজায় রেখে ক্রিকেট খেলেছে, তাতে নিউজ়িল্যান্ড সফরে ভাল ফলের আশা করছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। পাশাপাশি কোচ রমেশ পওয়ার জানিয়েছেন, দলে জায়গা পাকা করে নিতে হলে সকলকেই উপহার দিতে হবে ভাল ক্রিকেট।
পাঁচটি একদিনের ম্যাচের সিরিজ় খেলতে রবিবার রিচার্ড হ্যাডলির দেশে উড়ে গেল ভারতীয় দল। তার আগে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে মিতালি জানান, ২০১৭ সালে বিশ্বকাপ ফাইনালে পর থেকে দলের মানসিকতায় আমূল পরিবর্তন এসেছে, যা ইতিবাচক বলে মনে হয়েছে তাঁর। মিতালি বলেছেন, “গত চার বছরে ঘরোয়া ক্রিকেটের মান উন্নত হয়েছে। অনেক নতুন ক্রিকেটার যেমন সেঞ্চুরি করেছে, তেমনই অনেকে দেশের হয়ে খেলার সুযোগও পেয়েছে। আমাদের দলে এখন বেশ কয়েকজন অলরাউন্ডার রয়েছে। সেটা আমাদের বাড়তি সুবিধা দিতে পারে।”
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ়ে হেরেছিল ভারত। তবে মিতালি মনে করেন, সব ম্যাচেই ২৫০-এর উপরে রান করেছিল তাঁর দল। তাঁর কথায়, “এখন কিন্তু এই দল ম্যাচে অনায়াসে ২৫০-২৭০ রান তুলতে পারে। এবং উপরের সারির ব্যাটাররা দায়িত্ব নিয়ে পুরো ইনিংস উইকেটে থাকার কাজটা করছে। এই ছন্দই নিউজ়িল্যান্ডে আমাদের ধরে রাখতে হবে।” যোগ করেছেন, “উপরের সারিতে একটা জুটি পঞ্চাশ রান তুলে দিতে পারলে পরের দিকের ব্যাটারদের পক্ষে রান এগিয়ে নিয়ে যাওয়ার কাজ সহজ হয়ে যায়। আমাদের সেই বিষয়ে এ বার বিশেষ
গুরুত্ব দিতে হবে।”