তিনি নাকি শোয়েব আখতারের থেকেও বেশি গতিবেগে বল করেছিলেন। এক বার নয়, দু’বার। তার পরেও নাকি তা মানতে চায়নি আইসিসি। দায় চাপিয়েছিল বলের গতি মাপার যন্ত্রের উপর। এমনটাই দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ সামি।
২০০৪ সালে ভারতের বিরুদ্ধে এক দিনের ম্যাচে রাহুল দ্রাবিড়কে একটি বল করার পরে সামির বলের গতি দেখায় ঘণ্টায় ১৬৪ কিলোমিটার। কিন্তু পরে আইসিসি জানায়, বলের গতি মাপার যন্ত্রে কিছু সমস্যা হওয়ায় ভুল গতি দেখায়। সেই সময় অবশ্য সামির তরফে কোনও প্রতিবাদ করা হয়নি।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার এত দিন পরে সামি সেই প্রসঙ্গে বলেন, ‘‘আমি আন্তর্জাতিক ক্রিকেটে ঘণ্টায় ১৬৪ ও ১৬২ কিলোমিটার গতিবেগে বল করেছিলাম। কিন্তু আইসিসি তা মানতে চায়নি। ওরা জানায়, সেই সময় বলের গতি মাপার যন্ত্র ঠিক মতো কাজ করছিল না।’’