Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Cricket

T20 world cup: পাকিস্তানের বিরুদ্ধে হারের পর কটাক্ষ, আক্রান্ত শামির পাশে সচিনরা

হারের পরে নিন্দনীয় আক্রমণ শামিকে।

হারের পরে নিন্দনীয় আক্রমণ শামিকে। ফাইল চিত্র

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ১১:৩৭
Share: Save:

পাকিস্তানের বিরুদ্ধে দশ উইকেটে হারের পরে গণমাধ্যমে নিন্দনীয় আক্রমণের শিকার হলেন মহম্মদ শামি। ভারতীয় দলের ডানহাতি পেসারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিতে ছাড়েনি আক্রমণকারীরা।

ইনস্টাগ্রামে শামির অ্যাকাউন্টে এই আক্রমণ আছড়ে পড়েছে। যা দেখে ভারতের প্রাক্তন ও বর্তমান অনেক ক্রিকেটারই সরব হয়েছেন। সচিন তেন্ডুলকর থেকে বীরেন্দ্র সহবাগ অনেকে শামির পাশে দাঁড়িয়ে আক্রমণকারীদের এক হাত নিয়েছেন। রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া হয়েছে এই ঘটনার। রাহুল গাঁধী পাশে দাঁড়িয়েছেন শামির। টুইটারে রাহুল লিখেছেন, ‘‘মহম্মদ শামি, আমরা সকলে তোমার পাশে আছি। এদের জীবনটাই ঘৃণায় ভরে গিয়েছে, কারণ ওদের কেউ ভালবাসে না। ওদের তুমি ক্ষমা করে দাও।’’ প্রতিবাদ করেছেন ওমর আবদুল্লাও। তিনি প্রশ্ন তুলেছেন, এগারো জনের দল হেরেছে। তা হলে মাত্র এক জনকে নিশানা করা হচ্ছে কেন? তবে পরের দিকে শামির পাশে দাঁড়িয়ে অনেক ক্রিকেট ভক্তও পাল্টা টুইট করতে থাকেন। তাতে ঘৃণা নয়, শামির প্রতি ভালবাসাই রয়েছে।

সচিন তেন্ডুলকর টুইটারে লিখেছেন, ‘‘আমরা যখন টিম ইন্ডিয়াকে সমর্থন করি, তখন টিম ইন্ডিয়ার প্রত্যেক সদস্যকে সমর্থন করি। মহম্মদ শামি এক জন বিশ্বমানের বোলার। ওর দায়বদ্ধতা নিয়ে প্রশ্নই ওঠে না। আর যে কোনও ক্রীড়াবিদের মতো ওরও একটা খারাপ দিন যেতে পারে। আমি শামি এবং টিম ইন্ডিয়ার পাশে আছি।’’

রবিবার দুবাইয়ে ভারতকে দশ উইকেটে উড়িয়ে দেয় পাকিস্তান। বিশ্বকাপে এই প্রথম তারা হারাল ভারতকে। ম্যাচের পরে বিরাট কোহালিও স্বীকার করে যান, পাকিস্তান তাদের সব বিভাগেই পুরোপুরি টেক্কা দিয়ে জিতেছে। তার পরে একা শামিকে ভক্তদের একাংশের নিশানা করা নিয়ে অনেকেই পাল্টা প্রতিবাদ করেছেন। প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সহবাগ ও পেসার ইরফান পাঠান পাশে দাঁড়িয়েছেন। সহবাগের টুইট, ‘‘মহম্মদ শামির প্রতি এ ধরনের বিদ্রুপ আমাকে অবাক করেছে। আপনারা কি ভুলে গেলেন, দেশকে ও কত সম্মান এনে দিয়েছে? ভারতীয় দলের টুপি ও জার্সি এক বার কেউ পরে নিলে দেশকে কখনও অসম্মান করতে পারে না। মনে-প্রাণে সে চাইবে দেশকে জেতাতে।’’ যোগ করেন, ‘‘পরের ম্যাচে দেখিয়ে দাও তুমি কী করতে পারো শামি। তোমার পাশে আছি।’’

ইরফান পাঠানের টুইট, ‘‘ম্যাচে হার-জিত থাকবেই। তাই বলে কোনও একজনকে দোষারোপ করাটা আদৌ কি ভদ্রতা? আমরা কি পিছিয়ে যাচ্ছি?’’ তিনি আরও বলেন, ‘‘আমিও অনেক ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভাল খেলতে পারিনি। হেরেছি। তাই বলে কখনও শুনতে হয়নি সে দেশে চলে যেতে। গণমাধ্যমে এটা কী শুরু হল?’’

ভারত-পাক ম্যাচে মাঠে দু’দেশের ক্রিকেটারদের সৌহার্দের ছবি দেখা গিয়েছিল রবিবারেই। বিরাট কোহালির পাক অধিনায়ক বাবর আজ়মকে আলিঙ্গন এবং মহম্মদ রিজওয়ানকে স্নেহশীল ভাবে মাথায় হাত বুলিয়ে দেওয়ার ছবি বিশ্বের ক্রীড়ামহলে প্রশংসিত হয়েছে। কিন্তু সোমবারেই সৌহার্দের সেই ছবি কিছুটা হলেও ফিকে করে দিয়েছে শামির প্রতি তাঁর দেশের ক্রিকেট ভক্তদের একাংশের এই আক্রমণ।

রবিবার দুবাইয়ে ভারতকে দশ উইকেটে উড়িয়ে দেয় পাকিস্তান। বিশ্বকাপে এই প্রথম তারা হারাল ভারতকে। ম্যাচের পরে বিরাট কোহালিও স্বীকার করে যান, পাকিস্তান তাদের সব বিভাগেই পুরোপুরি টেক্কা দিয়ে জিতেছে। তার পরে একা শামিকে ভক্তদের একাংশের নিশানা করা নিয়ে অনেকেই পাল্টা প্রতিবাদ করেছেন। প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সহবাগ ও পেসার ইরফান পাঠান পাশে দাঁড়িয়েছেন। সহবাগের টুইট, ‘‘মহম্মদ শামির প্রতি এ ধরনের বিদ্রুপ আমাকে অবাক করেছে। আপনারা কি ভুলে গেলেন, দেশকে ও কত সম্মান এনে দিয়েছে? ভারতীয় দলের টুপি ও জার্সি এক বার কেউ পরে নিলে দেশকে কখনও অসম্মান করতে পারে না। মনে-প্রাণে সে চাইবে দেশকে জেতাতে।’’ যোগ করেন, ‘‘পরের ম্যাচে দেখিয়ে দাও তুমি কী করতে পারো শামি। তোমার পাশে আছি।’’

ইরফান পাঠানের টুইট, ‘‘ম্যাচে হার-জিত থাকবেই। তাই বলে কোনও একজনকে দোষারোপ করাটা আদৌ কি ভদ্রতা? আমরা কি পিছিয়ে যাচ্ছি?’’ তিনি আরও বলেন, ‘‘আমিও অনেক ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভাল খেলতে পারিনি। হেরেছি। তাই বলে কখনও শুনতে হয়নি সে দেশে চলে যেতে। গণমাধ্যমে এটা কী শুরু হল?’’

ভারত-পাক ম্যাচে মাঠে দু’দেশের ক্রিকেটারদের সৌহার্দের ছবি দেখা গিয়েছিল রবিবারেই। বিরাট কোহালির পাক অধিনায়ক বাবর আজ়মকে আলিঙ্গন এবং মহম্মদ রিজওয়ানকে স্নেহশীল ভাবে মাথায় হাত বুলিয়ে দেওয়ার ছবি বিশ্বের ক্রীড়ামহলে প্রশংসিত হয়েছে। কিন্তু সোমবারেই সৌহার্দের সেই ছবি কিছুটা হলেও ফিকে করে দিয়েছে শামির প্রতি তাঁর দেশের ক্রিকেট ভক্তদের একাংশের এই আক্রমণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE