ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলতে দেখা যাবে না মহম্মদ শামিকে! এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারতীয় দলের নির্বাচকেরা শামিকে দলে নেওয়ার পক্ষপাতী নন বলেই শোনা যাচ্ছে। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ সূত্রে জানা গিয়েছে, ইংল্যান্ডে টেস্ট খেলার জন্য এখনও পুরোপুরি ফিট নন শামি।
২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের পর থেকে চোটের কারণে খেলতে পারছিলেন না শামি। প্রায় এক বছর পর ক্রিকেটে প্রত্যাবর্তন হয় তাঁর। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। ভারতীয় জার্সিতে প্রত্যাবর্তন হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন শামি। কিন্তু লাল বলের ক্রিকেট খেলার জন্য তিনি এখনও পুরোপুরি সুস্থ নন বলেই সূত্রের খবর।
আরও পড়ুন:
ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকেরা যে রিপোর্ট জমা দিয়েছেন, তাতে শামি এখনও টেস্ট খেলার জন্য তৈরি নন বলেই দাবি করা হয়েছে। টেস্ট খেলার ধকল শামি নিতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে চিকিৎসকদের। বোর্ডের এক কর্তা ওই সংবাদমাধ্যমকে বলেন, “আইপিএলে চার ওভার বল করছে শামি। কিন্তু বোর্ড বা নির্বাচকেরা জানে না এক দিনে ১০ ওভার বল করতে পারবে কি না। ইংল্যান্ডে পেসারদের হয়তো বেশি ওভার বল করতে হবে। তাই আমরা ঝুঁকি নিতে পারব না।”
জসপ্রীত বুমরাহ তিনটির বেশি টেস্ট খেলবেন না বলে জানিয়েছেন। শামিকেও যদি না নিয়ে যাওয়া হয়, তা হলে ভারতীয় পেস আক্রমণে কিছুটা অভিজ্ঞতার অভাব থাকবে। শনিবার ভারতীয় দল ঘোষণা করা হতে পারে। রোহিত শর্মা, বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই প্রথম খেলতে নামবে ভারত। শোনা যাচ্ছে শুভমন গিলকে অধিনায়ক করা হতে পারে।