লর্ডস টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ২ উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ। দারুণ কিছু পারফর্ম করেননি। তবু ক্রীড়াপ্রেমীদের মন জিতে নিলেন ভারতের জোরে বোলার। পর্তুগালের প্রয়াত ফুটবলার দিয়োগো জোতাকে অভিনব ভাবে শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
জেমি স্মিথকে আউট করে করার পর উচ্ছ্বাস প্রকাশের সময় দু’হাতে দিয়ে ২০ দেখান সিরাজ। ইংল্যান্ডের ইনিংসের ১০৭তম ওভারে প্রথম উইকেট পান। স্মিথ এবং ব্রাইডন কার্সের ৮৪ রানের জুটি ভাঙেন তিনি। তার পরই দু’হাতের আঙুল দিয়ে ২০ দেখান তিনি। তার পর আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করেন। এ ভাবেই প্রয়াত ফুটবলারকে শ্রদ্ধা জানান সিরাজ।
পরে ভারতীয় ক্রিকেট বোর্ডকে দেওয়া সাক্ষাৎকারে সিরাজ বলেছেন, ‘‘আগের ম্যাচটা খেলার পর এখানে এসে গাড়ি দুর্ঘটনায় জোতার মৃত্যুর খবর শুনেছিলাম। আমার প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ওর জন্যই আমি পর্তুগালের সমর্থক। খবরটা শোনার পর খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।’’ সিরাজ আরও বলেছেন, ‘‘জীবন খুব অনিশ্চিত। কিছু পাওয়ার জন্য আমরা কত লড়াই করি। অথচ আমরা কেউই জানি না, কাল কী হবে। জীবনের কোনও নিশ্চয়তা নেই। খবরটা আমার কাছে খুব হৃদয় বিদারক ছিল।’’
আরও পড়ুন:
জোতাকে শ্রদ্ধা জানানো নিয়ে সিরাজ বলেছেন, ‘‘এই টেস্টে প্রথম উইকেট পাওয়ার পর জোতাকে শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম। ওকে মনে করেই বিশেষ ভঙ্গিটা করেছি। এ ভাবেই জোতাকে শ্রদ্ধা জানালাম।’’ উল্লেখ্য, গত ৩ জুলাই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পর্তুগাল এবং লিভারপুল ফুটবলারের। ২৮ বছরের ফুটবলার ২০ নম্বর জার্সি পরে খেলতেন। তাই হাত দিয়ে ২০ নম্বর দেখান সিরাজ।