ওভাল টেস্টে ভারতের জয়ের অন্যতম নায়ক মহম্মদ সিরাজ। দ্বিতীয় ইনিংসে ৫টা উইকেট নিয়েছেন। ম্যাচে নিয়েছেন মোট ৯টা উইকেট। ম্যাচ জেতানো এই পারফরম্যান্সের পাশাপাশি এক জোড়া নজিরও গড়েছেন ভারতের জোরে বোলার।
নজির ১) ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে ২৩টি উইকেট নিয়েছেন সিরাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভারতীয় বোলারদের মধ্যে এটাই সর্বোচ্চ উইকেট প্রাপ্তির নজির। ২০২১-২২ মরসুমে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ২৩টি উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। দু’জনে যুগ্ম ভাবে শীর্ষে থাকলেন। এই সিরিজ়ে সিরাজ বল করেছেন ১৮৫.৩ ওভার। বুমরাহ বল করেছিলেন ১৮৭ ওভার।
নজির ২) ওভাল টেস্টের প্রথম ইনিংসে সিরাজ ৪ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। এশিয়ার প্রথম বোলার হিসাবে ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে অন্তত চার জন ইংরেজ ব্যাটারকে সাত বার করে আউট করার নজির গড়েছেন সিরাজ।
আরও পড়ুন:
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন সিরাজ। বুমরাহের অভাব বুঝতে দেননি একাধিক ক্ষেত্রে।