পৃথ্বী শ-কে শেষ বার খেলতে দেখা গিয়েছিল গত বছর ডিসেম্বরে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলেছিলেন তিনি। আইপিএলে কোনও দল পৃথ্বীকে নেয়নি। মুম্বইয়ের ঘরোয়া ক্রিকেটের দল থেকে বাদ পড়েছিলেন। তিনিই সমাজমাধ্যমে পোস্ট করে বিশ্রাম চাইলেন।
শনিবার থেকে আবার শুরু হবে আইপিএল। ভারত-পাক সংঘাতের কারণে স্থগিত ছিল এই প্রতিযোগিতা। আইপিএল শুরু হওয়ার আগে হঠাৎ পৃথ্বী সমাজমাধ্যমে পোস্ট করে লিখলেন, “আমার বিশ্রাম চাই।” কেন তিনি এমনটা লিখলেন তা জানা নেই। কোনও ধরনের ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকা পৃথ্বী কীসের থেকে বিশ্রাম চাইলেন সেটাও বোঝা মুশকিল।
আরও পড়ুন:
এক সময় ভারতীয় দলে সুযোগ পেয়ে সাড়া ফেলে দিয়েছিলেন। প্রতিভাবান ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছিল চর্চা। কিন্তু ধীরে ধীরে ফর্ম হারান। বাদ পড়েন দল থেকে। ঘরোয়া ক্রিকেটেও নিজের ফর্ম ধরে রাখতে পারেননি। ব্যর্থ হন আইপিএলেও। ধীরে ধীরে সব ধরনের ক্রিকেট থেকেই দূরে সরছেন পৃথ্বী। যদিও তাঁর মতো প্রতিভাবান ক্রিকেটারকে হারিয়ে যেতে দিতে চান না অনেকেই।
পঞ্জাব কিংসের ক্রিকেটার শশাঙ্ক সিংহ মুম্বইয়ে পৃথ্বীর সঙ্গে খেলেছেন। তিনি বলেন, “পৃথ্বী শ দাম পায় না। ও যদি আবার নিজের আগের জায়গায় ফিরে যায়, তা হলে অনেক কিছু অর্জন করতে পারে। ওর উচিত রাত ১০টার মধ্যে ঘুমিয়ে পড়া। খাওয়াদাওয়ার দিকে নজর দেওয়া। ও যদি নিজেকে পাল্টে ফেলতে পারে, তা হলে ভারতীয় ক্রিকেটের উন্নতি হবে।”