Advertisement
E-Paper

অশ্বিনের পরিবর্ত পেয়ে গেল ভারত, মেলবোর্নে দলের সঙ্গে যোগ দিচ্ছেন মুম্বইয়ের ক্রিকেটার

ব্রিসবেন টেস্টের পরেই অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর পরিবর্ত পেয়ে গেল ভারতীয় দল। মুম্বইয়ের ক্রিকেটারকে বেছে নিয়েছেন ভারতীয় নির্বাচকেরা। মঙ্গলবারই মেলবোর্নের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:০৯
cricket

তনুশ কোটিয়ান। ছবি: সমাজমাধ্যম।

ব্রিসবেন টেস্টের পরেই অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর পরিবর্ত পেয়ে গেল ভারতীয় দল। মুম্বইয়ের ক্রিকেটার তনুশ কোটিয়ানকে বেছে নিয়েছেন ভারতীয় নির্বাচকেরা। মঙ্গলবারই মেলবোর্নের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর। তবে আনুষ্ঠানিক ভাবে সে খবর এখনও জানানো হয়নি।

জাতীয় দলে যোগ দেওয়ার খবর পেয়ে কোটিয়ান বলেছেন, “খুব খুশি। কিছু ক্ষণ পরেই আরও তথ্য পাব। তবে দলে শীঘ্রই যোগ দিতে চলেছি।”

এখন মুম্বইয়ের হয়ে বিজয় হজারে ট্রফিতে খেলছেন কোটিয়ান। মেলবোর্ন টেস্ট শুরু হওয়ার আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফর করে এসেছেন। তাই মঙ্গলবারই রওনা হওয়ার জন্য ভিসা পেতে কোনও সমস্যা হবে না।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩টি ম্যাচ খেলেছেন কোটিয়ান। ১৫২৫ রান করেছেন। নিয়েছেন ১০১টি উইকেট। গত বার মুম্বইয়ের রঞ্জি জয়ী দলের সদস্য ছিলেন। প্রতিযোগিতার সেরা ক্রিকেটারও হয়েছিলেন। গত বারের রঞ্জিতে ৫০২ রান করার পাশাপাশি ২৯টি উইকেট নিয়েছিলেন কোটিয়ান।

এখন আমদাবাদে রয়েছেন কোটিয়ান। সোমবারই তাঁর মুম্বই ফিরে আসার কথা রয়েছে। মঙ্গলবার তিনি মেলবোর্নের বিমান ধরবেন বলে ঠিক রয়েছে।

BGT 2024-25 Ravichandran Ashwin Tanush Kotian India vs Australia BCCI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy