এ বারের আইপিএলে প্রথম কোনও বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পেলেন। নিলামে বাংলাদেশের কোনও ক্রিকেটার দল পাননি। অবিক্রিত ছিলেন বাংলাদেশের সব ক্রিকেটার। সেই দেশের মুস্তাফিজ়ুর রহমানকে দলে নিল দিল্লি ক্যাপিটালস। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএলে নতুন নিয়ম আনা হয়েছে। সেই নিয়ম কাজে লাগিয়ে মুস্তাফিজ়ুরকে দলে নিল দিল্লি। তবে তাঁকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুরকে এনওসি দেয়নি। তিনি আমিরশাহিতে দেশের হয়ে খেলতে চলে গিয়েছেন।
শনিবার থেকে আবার শুরু হবে আইপিএল। লিগ পর্বে বাকি রয়েছে ১৩টি ম্যাচ। সেইসঙ্গে রয়েছে প্লে-অফ। এই বাকি অংশ খেলার জন্য যদি কোনও বিদেশি ক্রিকেটার ভারতে না আসতে চান, সেই জায়গায় অন্য ক্রিকেটার নিতে পারবে দলগুলি। যদিও এই ক্রিকেটারদের পরের আইপিএলের জন্য রাখতে পারবে না তারা।
আরও পড়ুন:
সূত্রের খবর, বেশির ভাগ বিদেশি ক্রিকেটারই আইপিএল খেলতে ভারতে ফিরবেন। ব্যতিক্রম দিল্লি ক্যাপিটালসের জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক এবং চেন্নাই সুপার কিংসের জেমি ওভারটন। ম্যাকগার্কের জায়গায় মুস্তাফিজ়ুরকে সই করিয়েছে দিল্লি। ৬ কোটি টাকা পাবেন বাংলাদেশি পেসার। যদিও দিল্লির শেষ তিনটি ম্যাচেই তাঁকে পাওয়া যাবে কি না তা স্পষ্ট নয়। বাংলাদেশের হয়ে খেলতে সংযুক্ত আরব আমিরশাহি গিয়েছেন মুস্তাফিজ়ুর। ১৭ এবং ১৯ মে ম্যাচ রয়েছে দুই দেশের। ফলে ১৮ মে দিল্লির হয়ে খেলা হবে না বাংলাদেশি পেসারের।
মুস্তাফিজ়ুরকে এখন নিলেও আগামী মরসুমে পাবে না দিল্লি। সেই সময় ম্যাকগার্ককেই পাবে তারা। পরিবর্ত ক্রিকেটারদের শুধু এ বারের আইপিএলেই খেলাতে পারবে দলগুলি।