একই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’টি শতরান করার নজির গড়লেন রাচিন রবীন্দ্র। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি। এ বার সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করলেন। একই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’টি শতরান করে ফেললেন তিনি। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় একই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’টি শতরান করেছিলেন। তালিকায় রয়েছেন আরও এক ভারতীয়।
একই চ্যাম্পিয়ন্স ট্রফিতে একাধিক শতরান করার নজির ছিল সাত ব্যাটারের। সেই তালিকায় এ বার যোগ হল রাচিনের নাম। ২০০০ সালে সৌরভ একই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’টি শতরান করেছিলেন। ২০১৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই নজির গড়েছিলেন শিখর ধাওয়ান। ভারতের সেই দুই ক্রিকেটারের সঙ্গে একই চ্যাম্পিয়ন্স ট্রফিতে একাধিক শতরান করার নজির গড়েছিলেন ক্রিস গেল (২০০৬), সৈয়দ আনওয়ার (২০০০), হার্শেল গিবস (২০০২), উপুল থরঙ্গা (২০০৬) এবং শেন ওয়াটসন (২০০৯)। এর মধ্যে গেল একই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি শতরান করার রেকর্ড গড়েছিলেন। যা এখনও কেউ ছুঁতে পারেননি।
আরও পড়ুন:
দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের বিরুদ্ধে বুধবার রাচিনের দাপট দেখল লাহোর। ১০১ বলে ১০৮ রানের ইনিংস খেলেন তিনি। এর মধ্যে ১৩টি চার এবং একটি ছক্কাও মারেন। রাচিন এবং কেন উইলিয়ামসনের (১০২) ব্যাটে ভর করে ৩৬২ রান তোলে নিউ জ়িল্যান্ড। যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড। তাঁরা ভেঙে দেন অস্ট্রেলিয়ার ৩৫৬ রানের রেকর্ড।