প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০৭ রানে হারানোর পরে দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখল ভারত। নিউজিল্যান্ডের কাছে ৬২ রানে হারতে হল মিতালি রাজদের। মূলত টপ অর্ডারের ব্যর্থতার ফলেই মুখ থুবড়ে পড়ে ভারতীয় ব্যাটিং। এক মাত্র হরমনপ্রীত কউর কিছুটা চেষ্টা করেছিলেন। তাতে কাজ হয়নি। অন্য দিকে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের পরে ফের জয়ে ফিরল নিউজিল্যান্ড।
ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬০ রান করে নিউজিল্যান্ড। দলের হয়ে অর্ধশতরান করেন অ্যামেলিয়া কের ও অ্যামি সাদারওয়েট। কের ৫০ ও সাদারওয়েট ৭৫ রান করেন। রান পেয়েছেন উইকেটরক্ষক কেটি মার্টিন (৪১) ও অধিনায়ক সোফি ডিভাইন (৩৫)। ভারতের হয়ে সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন পূজা বস্ত্রকর। রাজেশ্বরী গায়গোয়াড় নেন ২ উইকেট।
আরও পড়ুন:
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট পড়তে থাকে ভারতের মেয়েদের। স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মা রান পাননি। মিতালি করেন ৩১ রান। হরমনপ্রীত এক দিকে টিকে থাকলেও অন্য দিক থেকে নির্দিষ্ট ব্যবধানে উইকেট পড়ছিল। বড় জুটি হয়নি। তারই খেসারত দিতে হল দলকে। হরমনপ্রীত আউট হওয়ার পরে দলের কফিনে শেষ পেরেক পুঁতে যায়। শেষ পর্যন্ত ৪৬.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয়ে যায় ভারত।
বিশ্বকাপের প্রথম ম্যাচে জেতার পরে দ্বিতীয় ম্যাচে হেরে কিছুটা চাপে পড়ে গেল ভারত। মিতালিদের পরের ম্যাচ ১৬ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে ফের জয়ে ফিরতে চাইবেন ভারতের মেয়েরা।