Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪
IPL 2022

IPL 2022: এক হাতে ছক্কা ধোনির, আইপিএল-এর প্রস্তুতিতে মগ্ন মাহি, দেখুন ভিডিয়ো

এখনও সিএসকে শিবিরে সব ক্রিকেটার যোগ দেননি। ধোনির সঙ্গে অনূর্ধ্ব-১৯ তারকা রাজবর্ধন হাঙ্গরগেকর, অভিজ্ঞ অম্বাতি রায়ডু, তরুণ কে এম আসিফদের দেখা গিয়েছে অনুশীলন করতে। কয়েক দিনের মধ্যেই বাকি ক্রিকেটাকদের শিবিরে যোগ দেওয়ার কথা। তার পরে সেখান থেকে সরাসরি মুম্বই যাবে দল।

অনুশীলন শুরু করে দিয়েছেন ধোনি

অনুশীলন শুরু করে দিয়েছেন ধোনি ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০২২ ১১:০৫
Share: Save:

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শুধুমাত্র আইপিএল এলেই মাঠে দেখা যায় মহেন্দ্র সিংহ ধোনিকে। তাই প্রতি বছর আইপিএল-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ধোনি ভক্তরা। প্রতিযোগিতা শুরু হওয়ার অনেক আগে থেকেই প্রস্তুতি শিবির শুরু করে চেন্নাই সুপার কিংস। এ বারেও তার অন্যথা হয়নি। সুরতে শিবির করছে চেন্নাই। সেখানেই দেখা গেল এক হাতে ছক্কা মারছেন ধোনি।

সম্প্রতি নেটমাধ্যমে প্রকাশিত হয়েছে চেন্নাইয়ের অনুশীলনের ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে নেটে ব্যাটিং করছেন ধোনি। বেশ কয়েকটি বড় শট খেলতে দেখা যায় তাঁকে। তার পরেই দেখা যায় এগিয়ে গিয়ে এক হাতে সাইট স্ক্রিনের উপর দিয়ে ছক্কা মারছেন তিনি। ধোনির খেলা দেখে সেখানে থাকা চেন্নাইয়ের অন্য ক্রিকেটারদেরও প্রশংসা করতে শোনা যায়।

এখনও সিএসকে শিবিরে সব ক্রিকেটার যোগ দেননি। ধোনির সঙ্গে অনূর্ধ্ব-১৯ তারকা রাজবর্ধন হাঙ্গরগেকর, অভিজ্ঞ অম্বাতি রায়ডু, তরুণ কে এম আসিফদের দেখা গিয়েছে অনুশীলন করতে। কয়েক দিনের মধ্যেই বাকি ক্রিকেটাকদের শিবিরে যোগ দেওয়ার কথা। তার পরে সেখান থেকে সরাসরি মুম্বই যাবে দল।

আগামী ২৬ মার্চ থেকে শুরু আইপিএল। প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এ বারের নিলামে দলে কিছু বদল হয়েছে সিএসকে-র। ফ্যাফ দু’প্লেসি নেই। চোটের কারণে শুরুর দিকে ১৪ কোটি টাকায় কেনা দীপক চাহারকে পাবে না তারা। এখন দেখার প্রতিযোগিতার শুরুটা কেমন করেন গত বারের চ্যাম্পিয়নরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2022 CSK MS Dhoni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE