রাচিন রবীন্দ্র। —ফাইল চিত্র।
‘ঘরের মাঠে’ ভারতকে সামলানোর জন্য তৈরি হচ্ছেন নিউ জ়িল্যান্ডের রাচিন রবীন্দ্র।
বুধবার থেকে বেঙ্গালুরুতে প্রথম টেস্ট। চিন্নাস্বামী স্টেডিয়াম এক রকম ঘরের মাঠ ভারতীয় বংশোদ্ভূত রাচিনের কাছে। এই শহরেই থাকেন তাঁর ঠাকুরদা। একটা সময় থাকতেন মা-বাবাও। গত বছর বিশ্বকাপ খেলতে এসে ঠাকুরদার সঙ্গে দেখা করে গিয়েছিলেন নিউ জ়িল্যান্ডের এই তরুণ অলরাউন্ডার। সোমবার বেঙ্গালুরুতে সাংবাদিকদের রাচিন বলেছেন, ‘‘টেস্ট খেলা একটা অন্য অনুভূতি। এই শহরের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক আছে। জানি, গ্যালারিতে পরিচিত অনেকেই থাকবেন। বাবা তো থাকবেনই।’’
বেঙ্গালুরু টেস্টে ভাল কিছু করতে হলে ভারতের দুই স্পিনারকে যে সবার আগে সামলাতে হবে, তা জানেন রাচিন। এই দুই স্পিনার হলেন অফস্পিনার আর. অশ্বিন এবং বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা। রাচিন বলেন, ‘‘ভারতের হাতে এমন বোলার আছে, যারা ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় বল রেখে যেতে পারে। অশ্বিন আর জাডেজা হল এমন দুই বোলার।’’ দুই ভারতীয় স্পিনার মিলে টেস্টে আটশোরও বেশিউইকেট নিয়েছেন।
রাচিন নিজেও জাডেজার মতো বাঁ-হাতি স্পিনার-অলরাউন্ডার। তাঁর কথায়, ‘‘অশ্বিনদের দক্ষতা প্রশ্নাতীত। ভারতের মাটিতে ওরা খুবই বিপজ্জনক বোলার। ভারতও নিজের দেশে ভয়ঙ্কর। যে কারণে ওদের বিরুদ্ধে জেতা খুবই কঠিন।’’ বিশ্বকাপে এবং আইপিএলে রান পেয়েছিলেন রাচিন। যা তাঁকে নতুন লড়াইয়ের জন্য তৈরি করেছে। তিনি বলেছেন, ‘‘অন্য ফর্ম্যাটের খেলা হলেও আমি যে এই পরিবেশে রান পেতে পারি, তা জানি। এতে আত্মবিশ্বাস বেড়ে যায়।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy