Advertisement
২৫ এপ্রিল ২০২৪
india cricket

India Vs New Zealand 2021: ৩৩ বছরের খরা কাটিয়ে ভারতে টেস্ট জিততে মরিয়া উইলিয়ামসনরা, সামনে বড় চ্যালেঞ্জ

ভারতে এখনও পর্যন্ত একটিও টেস্ট সিরিজ জিততে পারেনি নিউজিল্যান্ড। ১১টি সিরিজের মধ্যে ৯টি হেরেছে তারা। দু’টি সিরিজ ড্র হয়েছে।

খরা কাটাতে চান উইলিয়ামসনরা

খরা কাটাতে চান উইলিয়ামসনরা ছবি: টুইটার থেকে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ১৪:০৮
Share: Save:

সালটা ১৯৮৮। ২৪ নভেম্বর। ভারতের প্রাক্তন কোচ জন রাইটের অধিনায়কত্বে মুম্বইয়ে টেস্ট জিতেছিল নিউজিল্যান্ড। সেই শেষ। তার পরে দীর্ঘ ৩৩ বছর ধরে ভারতের মাটিতে টেস্ট ম্যাচ জিততে পারেনি কিউয়িরা। সেই খরা কাটাতে মরিয়া কেন উইলিয়ামসনরা। যদিও তাঁদের সামনে বাধা সাম্প্রতিক সময়ে টেস্টে ভারতের ভাল পারফরম্যান্স।

ভারতে এখনও পর্যন্ত ৩৪টি টেস্ট খেলেছে নিউজিল্যান্ড। তার মধ্যে ১৬টি টেস্ট জিতেছে ভারত। নিউজিল্যান্ড জিতেছে মাত্র দু’টি। অন্য দিকে ১৬টি টেস্ট ড্র হয়েছে। ১৯৮৮ সালের আগে ১৯৬৯ সালে প্রথম বার ভারতে টেস্ট জেতে নিউজিল্যান্ড। ভারতে তাদের জয়ের শতাংশ মাত্র ০.১২৫।

ভারতের মাটিতে এখনও পর্যন্ত একটিও টেস্ট সিরিজ জিততে পারেনি নিউজিল্যান্ড। ১১টি সিরিজের মধ্যে ৯টি হেরেছে তারা। দু’টি সিরিজ ড্র হয়েছে। সেই পরিসংখ্যানেও বদল চান উইলিয়ামসনরা। শুধু ভারতে নয়, এশিয়ায় টেস্টে কিউয়িদের রেকর্ড খুব খারাপ। ১৯৫৫ সালের পর থেকে এশিয়ায় খেলা ৮৪টি টেস্টের মধ্যে মাত্র ১৫টিতে জয় পেয়েছে তারা।

চলতি সিরিজেও জেতা সহজ হবে না উইলিয়ামসনদের পক্ষে। কারণ টেস্টে ভারতের সাম্প্রতিক ফর্ম। দেশে-বিদেশে সিরিজ জিতেছে ভারত। অস্ট্রেলিয়ায় গিয়ে পর পর দু’টি সিরিজ জিতেছেন রহাণেরা। তাও আবার দ্বিতীয় সারির দল নিয়ে। ইংল্যান্ডেও সিরিজে এগিয়ে রয়েছে তারা। তাই ঘরের মাঠে ভারতকে হারাতে নিজেদের সেরা খেলা খেলতে হবে উইলিয়ামসনদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE