চতুর্থ দিনে বড় রান তুলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লিড নেওয়া লক্ষ্য ছিল জো রুটদের। কিন্তু সেই সব আশায় জল ঢেলে দিলেন ট্রেন্ট বোল্টরা। ইংল্যান্ডকে ৫৩৯ রানে আটকে রাখে নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ২২৪/৭।
তৃতীয় দিনের শেষে ১৬৩ রানে অপরাজিত ছিলেন রুট। চতুর্থ দিনে তিনি আউট ১৭৬ রানে। বেন ফোকস করেন ৫৬ রান। ইংল্যান্ডের লোয়ার অর্ডার ব্যাটাররা সে ভাবে রান যোগ করতে পারেননি। ব্যাট করতে নেমে কেন উইলিয়ামসনহীন নিউজিল্যান্ড শুরুতেই হারায় অধিনায়ক টম লাথামকে। উইল ইয়ং করেন ৫৬ রান। ডেভন কনওয়ে করেন ৫২ রান। প্রথম ইনিংসে শতরান করা ড্যারিল মিচেল ৩২ রানে অপরাজিত। প্রথম ইনিংসে শতরান করেছিলেন টম ব্লান্ডেলও। তিনি দ্বিতীয় ইনিংসে আউট ২৪ রানে। মিচেল ব্রেসওয়েল করেন ২৫ রান।