সামনেই সাদা বলের সিরিজ় খেলার কথা ওয়েস্ট ইন্ডিজ় ও পাকিস্তানের। ১ থেকে ১২ অগস্ট পর্যন্ত দু’দেশের মধ্যে তিনটে টি-টোয়েন্টি ও তিনটে এক দিনের ম্যাচ হওয়ার কথা। সেই সিরিজ়ের ফরম্যাট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝগড়া শুরু হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। এক দিনের সিরিজ় খেলতে চাইছে না পাকিস্তান।
সূচি অনুযায়ী সিরিজ়ের শুরু হবে আমেরিকায়। সূচি অনুযায়ী, ১, ২ ও ৪ অগস্ট ফ্লরিডায় তিনটে টি-টোয়েন্টি খেলার কথা ওয়েস্ট ইন্ডিজ় ও পাকিস্তানের। তার পরে ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে দু’দেশের মধ্যে তিনটে এক দিনের ম্যাচ হওয়ার কথা। ৮, ১০ ও ১২ অগস্ট ত্রিনিদাদে তিনটে এক দিনের ম্যাচ রয়েছে। আমেরিকায় আয়োজিত সিরিজ় নিয়ে আপত্তি নেই পাকিস্তানের। তাদের আপত্তি ওয়েস্ট ইন্ডিজ়ে আয়োজিত সিরিজ় নিয়ে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে, ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতেও টি-টোয়েন্টি সিরিজ় হোক। অর্থাৎ, ছ’টা ম্যাচই টি-টোয়েন্টি খেলতে চাইছে তারা। ওয়েস্ট ইন্ডিজ় বোর্ডের কাছে বার বার আবেদন করছে তারা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ় চাইছে এক দিনের ম্যাচ খেলতে। ২০২৩ সালে ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ়। ২০২৭ সালের বিশ্বকাপের আগে বেশি এক দিনের ম্যাচ খেলতে চাইছে তারা।
আরও পড়ুন:
ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ডের সিইও ক্রিস ডেহরিং ‘ক্রিকবাজ়’কে বলেছেন, “যে সূচি করা হয়েছে সেটাই থাকবে। কোনও বদল হবে না। আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলছি। ওদের বোঝানো হচ্ছে। তবে সূচি কোনও ভাবেই বদলাবে না।”
পাকিস্তানের লক্ষ্য আবার আলাদা। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত বারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল পাকিস্তানকে। তাই এ বার তারা আরও বেশি প্রস্তুতি সারতে চাইছে। সেই কারণে, ছ’টা ম্যাচই টি-টোয়েন্টি খেলতে চাইছে তারা। এখন দেখার, লড়াইয়ে কোন বোর্ডের জয় হয়।