চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বুধবার থেকে। প্রথম ম্যাচেই মুখোমুখি আয়োজক পাকিস্তান এবং নিউ জ়িল্যান্ড। তার আগে বার বার আলোচনায় উঠে এসেছে বাবর আজ়মের নাম। তিনি রান পাচ্ছেন না। মহম্মদ রিজ়ওয়ান পাকিস্তান দলের অধিনায়ক। তিনি জানিয়েছেন, বাবর ওপেনার হিসাবেই খেলবেন এক দিনের ক্রিকেটে।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম দিনই খেলতে নামবে আয়োজক পাকিস্তান। বিপক্ষে নিউ জ়িল্যান্ড। সেই ম্যাচের আগে রিজ়ওয়ান জানালেন যে বাবর ওপেন করবেন। পাক অধিনায়ক বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাবর ওপেনই করবে। ও ওপেনিংয়ে খেলতে স্বচ্ছন্দ।”
শুধু বাবর নিয়ে যদিও ভাবছেন না রিজ়ওয়ান। অধিনায়ক চান গোটা দল ভাল খেলুক। তিনি বলেন, “পাকিস্তান মানে তো শুধু আমি আর বাবর নয়। সকলে পরিশ্রম করছে। সকলে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য খেলবে। আমাদের শুধু দায়িত্ব নিয়ে খেলতে হবে।” ২৯ বছর পর পাকিস্তানে কোনও আইসিসি প্রতিযোগিতা হচ্ছে। রিজ়ওয়ান বলেন, “১০ বছর ধরে আমরা ভুগেছি। পাকিস্তানে কোনও দল খেলতে আসেনি। তবে আমরা ভাল খেলছি। আমাদের দলে প্রতিভার অভাব নেই। কোনও ম্যাচে আমরা জিততে পারি, কোনও ম্যাচে হারতে পারি। আমরা সব সময় আমাদের সেরাটাই দিয়ে থাকি।”
আরও পড়ুন:
করাচিতে খেলবে পাকিস্তান এবং নিউ জ়িল্যান্ড। সেই ম্যাচের আগে কিউয়ি দলে লকি ফার্গুসনের বদলে নেওয়া হয়েছে কাইল জেমিসনকে। ফার্গুসনকে দলে রেখেছিল নিউ জ়িল্যান্ড। আশা করা হয়েছিল, ডান পায়ের চোট তাঁর সেরে যাবে। কিন্তু চোট সারেনি। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না এই ডানহাতি পেসার। তাঁর বদলে আর এক ডানহাতি পেসার জেমিসনকে দলে নেওয়া হয়েছে।
নিউ জ়িল্যান্ড প্রধান কোচ গ্যারি স্টিড এই বদলের কথা জানিয়েছেন। ফার্গুসনকে না পেয়ে তিনি হতাশ। গ্যারি বলেন, “ফার্গুসন না থাকা হতাশাজনক। ও আমাদের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য। বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। মাঝের ওভারে উইকেট তুলতে পারে। আশা করছি ফার্গুসন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।” শুধু ফার্গুসন নন, নিউ জ়িল্যান্ড পাবে না বেন সিয়ার্সকেও। তিনিও চোটের কারণে বাদ পড়েছেন। তাঁর জায়গায় জেকব ডাফিকে দলে নিয়েছে নিউ জ়িল্যান্ড।
বুধবার করাচিতে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্যাচে খেলবে পাকিস্তান এবং নিউ জ়িল্যান্ড। ভারতীয় সময়ে যে ম্যাচ শুরু হবে দুপুর ২.৩০ থেকে। এই গ্রুপে রয়েছে ভারত এবং বাংলাদেশও। তাদের ম্যাচ বৃহস্পতিবার দুবাইয়ে।