Advertisement
২১ মার্চ ২০২৩
Shaheen Afridi

শ্বশুরের কাছে ছক্কা খেয়েই বিয়ের পিঁড়িতে জামাই! শাহিদ কন্যাকে নিকাহ্‌ শাহিন আফ্রিদির

বিয়ের পিঁড়িতে বসে পড়লেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির মেয়ে আনশাকে বিয়ে করলেন তিনি।

File picture of Shaheen Afridi and Shahid Afridi

জামাই শাহিনের সঙ্গে এক ফ্রেমে শ্বশুর শাহিদ আফ্রিদি। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩১
Share: Save:

শাহিদ আফ্রিদির মেয়ে আনশার সঙ্গে বিয়ে হল শাহিন আফ্রিদির। শুক্রবার পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের মেয়েকে বিয়ে করেন পাক পেসার শাহিন। দু’বছর আগেই তাঁদের বিয়ে পাকা হয়ে গিয়েছিল। করাচির একটি মসজিদে সামাজিক অনুষ্ঠান হল এ বার।

Advertisement

শাহিনের বিয়েতে এসেছিলেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজ়ম। এ ছাড়া সরফরাজ় আহমেদ, নাসিম শাহ, শাদাব খানও গিয়েছিলেন সতীর্থের বিয়েতে। সবার সঙ্গে শাহিনের ছবি নেটমাধ্যমে প্রকাশ পেতেই সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে। বিয়ের জন্য দু’দিন আগে করাচিতে গিয়েছিল শাহিনের পরিবার। বৃহস্পতিবার মেহেন্দির অনুষ্ঠান হয়েছিল। শুক্রবার হল বিয়ে।

Picture of Shaheen Afridi on marriage day

সতীর্থ ও শ্বশুরের সঙ্গে শাহিন আফ্রিদি ছবি: টুইটার

গত কয়েক মাস ধরেই চোট আঘাতে ভুগছেন শাহিন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে পারেননি পাকিস্তানের অন্যতম সেরা জোরে বোলার। সুস্থ হয়ে আবার মাঠে ফেরার প্রস্তুতি শুরু করেছেন শাহিন। জামাইকে ২২ গজে ফেরাতে মাঠে নেমে পড়েছেন আফ্রিদিও। তিনি শাহিনকে অনুশীলন করাচ্ছিলেন। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সেখানে শাহিন ব্যাট করার সময় আফ্রিদিকে বলতে শোনা যায়, ‘‘তোমার ব্যাট এখনও ঠিক পিছন থেকে নামছে না।’’

ব্যাটের পাশাপাশি শাহিনকে বোলিংও অনুশীলন করান আফ্রিদি। হবু জামাইয়ের বলের বিরুদ্ধে নিজেই ব্যাট করতে নামেন। সে সময় শাহিনের একটি বলে তাঁর মাথার উপর দিয়ে বিশাল ছক্কা মারেন আফ্রিদি। হবু জামাইকে আফ্রিদির অনুশীলন করানোর এবং ছক্কা মারার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।

Advertisement

শাহিন আবার কবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন, তা এখনও নিশ্চিত নয়। এখনও তাঁর পায়ের পেশিতে সমস্যা রয়েছে বলে কয়েক দিন আগে জানিয়েছিলেন শাহিন। মাঠে ফেরার প্রস্তুতি চলছে। তার মধ্যেই বিয়েটা সেরে ফেললেন বাঁ হাতি পেসার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.