টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সমস্যায় পাকিস্তান। শাহিন আফ্রিদিকে বিশ্বকাপে পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। হাঁটুতে চোট পেয়েছেন তিনি। জোরে বোলারকে বিগ ব্যাশ লিগের মাঝ পথে দেশে ফিরিয়ে এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এ বারের বিবিএলে প্রত্যাশিত ফর্মে দেখা যায়নি আফ্রিদিকে। চারটি ম্যাচ খেলে ২টি উইকেট পেয়েছেন। ওভার প্রতি খরচ করেছেন ১১.১৯ রান। তার উপর গত সোমবার ব্রিসবেন হিটের হয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন। ২০২০-২১ তাঁর যে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল, সেই হাঁটুতেই আবার চোট লেগেছে তাঁর। বুধবার পাকিস্তানে ফিরে এসেছেন তিনি। এ বারের বিবিএলে আর খেলার সম্ভাবনা নেই আফ্রিদির।
ক্রিকেট অস্ট্রেলিয়া এবং পিসিবি কর্তাদের মধ্যে আলোচনার পর আফ্রিদিকে পাকিস্তানে ফেরানোর সিদ্ধান্ত হয়। জোরে বোলার আপাতত থাকবেন লাহোরে পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারে। সেখানে তাঁর চোটের চিকিৎসা এবং রিহ্যাব হবে। পিসিবির মেডিক্যাল টিমের সদস্যেরা তাঁর চোট খতিয়ে দেখবেন। তার পরই বোঝা যাবে, শাহিনকে আবার অস্ত্রোপচার করাতে হবে কিনা। তেমন হলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না অভিজ্ঞ জোরে বোলার। সংবাদ সংস্থা পিটিআইকে পিসিবির এক কর্তা বলেছেন, ‘‘প্রাথমিক ভাবে আফ্রিদিকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। মেডিক্যাল টিম ওর চোট পরীক্ষা করার পর বোঝা যাবে, কতটা গুরুতর, বিশ্বকাপে ওকে পাওয়া যাবে কিনা।’’
আরও পড়ুন:
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০ ওভারের বিশ্বকাপ। হাতে এক মাসের কিছু বেশি সময় রয়েছে। অস্ত্রোপচার করাতে না হলেও এই সময়ের মধ্যে শাহিনের আবার খেলার মতো ফিটনেস ফিরে পাওয়াও নিশ্চিত নয়। ফলে বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাঁহাতি জোরে বোলার খেলতে না পারলে বিশ্বকাপে সলমন আলি আঘার দলের বোলিং নিশ্চিত ভাবে দুর্বল হবে।