E-Paper

ইডেনেই বৈভবের খেলা প্রথম বার দেখবেন মা-বাবা

সারা বিশ্বের নজর এখন বৈভবের উপরে। ব্রায়ান লারা থেকে সচিন তেন্ডুলকর সঞ্জীব সূর্যবংশীর ছেলের খেলা দেখে মুগ্ধ। অথচ এখনও গ্যালারিতে বসে আইপিএলে বৈভবের খেলা দেখেননি তিনি।

ইন্দ্রজিৎ সেনগুপ্ত 

শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ০৭:৫৭
জুটি: ইডেনে কি দেখা যাবে যশস্বী, বৈভবের দাপট? 

জুটি: ইডেনে কি দেখা যাবে যশস্বী, বৈভবের দাপট?  —ফাইল চিত্র।

গ্যালারিতে বসে ছেলের খেলা কখনও দেখা হয়নি তাঁদের। কলকাতাতেই প্রথম বার বৈভব সূর্যবংশীর খেলা দেখতে আসছেন তাঁর মা-বাবা।

বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশীর কলার টিউন, ‘মেরা নাম করেগা রোশন, জগ মে মেরা রাজ দুলারা’। শুনলে বোঝা যায়, ছেলেকে নিয়ে আকাশছোঁয়া স্বপ্ন আছে তাঁর। এক সময় নিজের জমি বিক্রি করে সংসার চালিয়েছেন সঞ্জীব। বাড়িতেই ছেলের জন্য তৈরি করে দিয়েছিলেন কংক্রিটের পিচ। পাড়ার ছেলেদের ডেকে নিয়ে এসে বল করাতেন বৈভবকে। ছেলেকে ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য অনেক পরিশ্রম করেছেন। তার ফল পাচ্ছেন এ বারের আইপিএলে। তাঁর চোখ ভিজে যাচ্ছে সাত বছর আগের কথা মনে পড়তেই।

সারা বিশ্বের নজর এখন বৈভবের উপরে। ব্রায়ান লারা থেকে সচিন তেন্ডুলকর তাঁর ছেলের খেলা দেখে মুগ্ধ। অথচ এখনও গ্যালারিতে বসে আইপিএলে বৈভবের খেলা দেখেননি তিনি। আনন্দবাজারকে বলছিলেন, ‘‘২০১৭ সালে ইডেনে খেলা দেখতে যাওয়ার একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে বাচ্চা ছেলেটি বৈভব। কিন্তু ও যার কোলে আছে সেটা আমি নয়।’’ যোগ করেন, ‘‘বন্ধুর সঙ্গে ওকে খেলা দেখতে পাঠিয়েছিলাম। ইডেনে ম্যাচ দেখতে যাওয়ার সৌভাগ্য আমার কখনও হয়নি। রবিবার প্রথমবার ইডেনে পা রাখব বৈভবের খেলা দেখতে।’’

গর্বিত কণ্ঠে কথাগুলো বলছিলেন সঞ্জীব। রাজস্থান রয়্যালস থেকেই টিকিটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রথম বার মাঠে আসবেন বৈভবের মা-ও। সঞ্জীবের কথায়, ‘‘বৈভবের মা এখনও ভাবতে পারছে না আমাদের ছেলের খেলা সকলে টিকিট কেটে দেখতে আসবেন। ও আগে কখনও ছেলের কোনও ম্যাচ দেখতে যায়নি। আমি বৈভবের সঙ্গে অনেক শহরে ঘুরে-বেরিয়েছি। কিন্তু আমি ও আমার স্ত্রী কখনও গ্যালারিতে বসে আইপিএল দেখিনি। কলকাতাতেই প্রথম বার দেখব। আমার মা-ও বায়না ধরেছেন খেলা দেখার। রবিবার গ্যালারিতে আমার মা এবং স্ত্রীও থাকবেন।’’

বৈভবের ছোটবেলার কোচ মণীশ ওঝাও প্রথম বার আইপিএলে ছাত্রের খেলা দেখতে আসছেন ইডেনে। এমনকি বিহারের রাজ্য দলের কোচ অশোক কুমারকে বৈভব নিজে আমন্ত্রণ জানিয়েছেন। অশোকের কথায়, ‘‘আমার এক আত্মীয়ের ডায়ালিসিস চলছে। আমি ওকে বোঝালাম যে এখন কলকাতা যাওয়া সম্ভব নয়। বৈভব শুনছেই না। ও বলছে সব ব্যবস্থা করে দেব, আপনি আসুন স্যর। আসলে কলকাতায় আগে কখনও এত বড় ম্যাচ ও খেলেনি। তাই কাছের লোকদের গ্যালারিতে বসিয়ে নিজের খেলা দেখাতে চাইছে।’’

অশোক আরও বলছিলেন, ‘‘বৈভবের সঙ্গে কথা হল কলকাতা পৌঁছনোর পরে। রাহুল দ্রাবিড়ের আদর্শ ছাত্র হয়ে উঠেছে ও। বলছিল, দ্রাবিড় স্যর নাকি বলেছেন আগামী দু’বছর খেলার ধরন না পাল্টাতে। ওর খেলা ছোটবেলা থেকে যাঁরা দেখেছেন, জানেন ৩৫ বলে ১০০ করা ওর কাছে কোনও ব্যাপারই না। স্থানীয় লিগে অনেক বার করেছে। কিন্তু আইপিএলের মতো বড় মঞ্চে নেমেই যে এত বড় চমক দেবে, এটা আমরা কেউই ভাবিনি।’’

শুক্রবার বিকেলে কলকাতায় পৌঁছে গিয়েছেন বৈভবরা। শনিবার অনুশীলনে নামবে রাজস্থান। প্লে-অফে ওঠার সুযোগ আর নেই তাদের। তাই বলে কেকেআরের কাঁটা হয়ে দাঁড়াবে না তো?

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Vaibhav Suryavanshi Rajasthan Royals Eden Gardens Kolkata Knight Riders

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy