রবিবার প্লে-অফ নিশ্চিত হয়ে গিয়েছে পঞ্জাব কিংসের। ১১ বছর পর প্লে-অফে উঠেছে তারা। সেই সঙ্গে নজির গড়়েছেন শ্রেয়স আয়ারও। আইপিএলের প্রথম অধিনায়ক হিসাবে এই কীর্তি গড়েছেন তিনি।
শ্রেয়সই আইপিএলে প্রথম যিনি অধিনায়ক হিসাবে তিনটি দলকে প্লে-অফে তুলেছেন। ২০১৯ ও ২০২০ সালে তিনি ছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। দু’বারই প্লে-অফে উঠেছিল দিল্লি। ২০২০ সালে ফাইনালও খেলেছিল তারা। তার পরে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হন শ্রেয়স। গত বার কেকেআরকে চ্যাম্পিয়ন করেন তিনি।
আরও পড়ুন:
তার পরেও নিলামে শ্রেয়সকে ছেড়ে দেয় কলকাতা। ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কেনে প্রীতি জ়িন্টার পঞ্জাব। আবার পুরনো কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে জুটি বাঁধেন শ্রেয়স। ২০১৯ ও ২০২০ সালে দিল্লিতেও কোচ-অধিনায়ক জুটি ছিলেন তাঁরা। এ বার শ্রেয়স পঞ্জাবকে প্লে-অফে তুলেছেন। সেই সঙ্গে কীর্তি গড়েছেন তিনি।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
এ বারের আইপিএলে ব্যাট হাতেও ফর্মে রয়েছেন শ্রেয়স। ১২ ম্যাচে ৪৩৫ রান করেছেন তিনি। চারটি অর্ধশতরান করেছেন পঞ্জাবের অধিনায়ক। সর্বাধিক ৯৭ অপরাজিত। ৪৮.৩৩ গড় ও ১৭৪.৬৯ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। তাঁর অধীনে এ বার ভয়ডরহীন ক্রিকেট খেলছে পঞ্জাব। প্রথম বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে প্রীতির দল। তেমনটা হলে পর পর দু’বার দু’টি আলাদা দলকে চ্যাম্পিয়ন করার রেকর্ডও গড়বেন শ্রেয়স। সেই লক্ষ্যেই এগোচ্ছেন তিনি।