ভারতের প্রত্যাঘাতের সামনে পাকিস্তান যে অসামরিক বিমানকে ঢাল হিসাবে ব্যবহার করছে, এমন অভিযোগ আগেই আনা হয়েছিল। এ বার জানা গিয়েছে, ভারত যে এয়ারবেসে প্রত্যাঘাত করেছিল সেখান থেকেই তিন ঘণ্টা আগে দেশের উদ্দেশে রওনা দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা। বরাতজোরে প্রাণে বেঁচেছেন। এতেই প্রশ্ন উঠেছে পাকিস্তানের ভুল সিদ্ধান্ত নিয়ে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’ এই প্রতিবেদন প্রকাশ করেছে। তারা জানিয়েছে, ইসলামাবাদের থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত নুর খান এয়ারবেস থেকে একটি চার্টার্ড বিমানে দেশের উদ্দেশে রওনা দিয়েছিলেন একাধিক অস্ট্রেলীয় ক্রিকেটার। সেই দলে শন অ্যাবট, বেন ডোয়ারশুইস, অ্যাশটন টার্নার এবং মিচ ওয়েনরা ছিলেন। সঙ্গে কিছু আধিকারিক এবং সম্প্রচারকারী চ্যানেলের সদস্যেরাও ছিলেন।
আরও পড়ুন:
ক্রিকেটারেরা এয়ারবেস ছাড়ার তিন ঘণ্টার মধ্যেই সেখানে প্রত্যাঘাত করে ভারত। একাধিক বার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। এলাকা ধোঁয়ায় ভরে যায়। আগুন দেখা যায় বেশ কিছু জায়গা থেকে। স্থানীয়রা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বলে জানা গিয়েছে। প্রশ্ন উঠছে, দু’দেশের সংঘর্ষ চলার সময় কেন এই এয়ারবেস থেকে ক্রিকেটারদের পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। যদিও কোনও উত্তর পাওয়া যায়নি।
শুক্রবার পাকিস্তান সুপার লিগ স্থগিত করে দেয় সে দেশের ক্রিকেট বোর্ড। আটটি ম্যাচ এখনও করা বাকি। দুবাইয়ে প্রতিযোগিতা করার প্রতিশ্রুতি দিলেও আমিরশাহি বোর্ড রাজি না হওয়ায় সেটাও সম্ভব হয়নি।