পিছনের দিকে হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ড! যেখানে ভারত-সহ বিশ্বের প্রথম সারির ক্রিকেট দেশগুলো ঘরোয়া ক্রিকেটের দিকে বেশি নজর দিচ্ছে, সেখানে পাকিস্তানের নজরে শুধু আন্তর্জাতিক ক্রিকেটারেরা। একের পর এক প্রতিযোগিতায় ব্যর্থ বাবর আজ়মদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কমিয়ে দেওয়া হচ্ছে ঘরোয়া চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন।
কেন্দ্রীয় চুক্তির তালিকায় থাকা ক্রিকেটারদের বেতন ৩৭ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে পাক বোর্ড। নতুন বাজেটে এই বদলের প্রস্তাব দেওয়া হয়েছিল। তাতে সিলমোহর দেওয়া হয়েছে। নতুন কেন্দ্রীয় চুক্তিতে ২৫ জনের বদলে ৩০ জনকে নেওয়া হবে। তাঁদের বেতনের জন্য প্রায় ৩৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত দুটো আইসিসি প্রতিযোগিতায় ব্যর্থ পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব টপকাতে পারেনি তারা। দ্বিপাক্ষিক সিরিজ়ের ফলও ভাল নয়। ঘরের মাটিতে বাংলাদেশের কাছে হারের পর ওয়েস্ট ইন্ডিজ়ের সঙ্গে সিরিজ় ড্র করেছে তারা। তার পরেও বেতন বাড়ছে আন্তর্জাতিক ক্রিকেটারদের।
আরও পড়ুন:
বাজেট কমছে ঘরোয়া ক্রিকেটে। আগে ঘরোয়া ক্রিকেটের জন্য বছরে প্রায় ২১ কোটি টাকা বরাদ্দ থাকত। সেটাই কমিয়ে সাড়ে ১৩ কোটি টাকা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অর্থাৎ, আগে ঘরোয়া ক্রিকেটারেরা যা বেতন পেতেন তা আগের থেকে কমে যাবে। ঘরোয়া ক্রিকেটের ১২টা মাঠ দেখভাল করার জন্য বছরে ২ কোটি টাকা বরাদ্দ করেছে বোর্ড। পাকিস্তানের তিনটে আন্তর্জাতিক স্টেডিয়াম লাহৌর, করাচি ও রাওয়ালপিন্ডির জন্যও আলাদা করে টাকা বরাদ্দ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পুরুষদের মতো মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটেও কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছে। তবে তা মাত্র ৪ শতাংশ। মহিলাদের কেন্দ্রীয় চুক্তিতে ১৬ জনের বদলে ২৪ জন ক্রিকেটারকে আনা হবে। তাঁদের বেতন বাবদ ১১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।