লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম একাদশে একটি পরিবর্তন করল কলকাতা নাইট রাইডার্স। আগের ম্যাচে খেলা মঈন আলিকে ইডেন গার্ডেন্সে খেলাচ্ছে না কেকেআর। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলা বাকি ১০ জনই খেলছেন অজিঙ্ক রাহানের দলে। লখনউ সুপার জায়ান্টস অবশ্য প্রথম একাদশে কোনও পরিবর্তন করেনি।
ইডেনের ২২ গজের চরিত্র অনেকটাই আগের ম্যাচের মতো হবে বলে মনে করছেন কেকেআর অধিনায়ক। যদিও সামান্য ঘাস রয়েছে মঙ্গলবারের ২২ গজে। সে কারণেই এক স্পিনার কমিয়ে জোরে বোলারের সংখ্যা বৃদ্ধি করেছেন রাহানেরা। আগের ম্যাচের দলের ব্যাটার এবং বোলারেরা ভাল পারফরম্যান্স করেছিলেন। রাহানের আশা, তাঁরা ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন। লখনউ অধিনায়ক ঋষভ পন্থ অবশ্য ইডেনের ২২ গজ দেখে খুব একটা খুশি নন।
কলকাতার প্রথম একাদশ: সুনীল নারাইন, কুইন্টন ডি’কক (উইকেটরক্ষক), অজিঙ্ক রাহানে (অধিনায়ক), বেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংহ, রমনদীপ সিংহ, স্পেনসার জনসন, বৈভব অরোরা, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী।
লখনউয়ের প্রথম একাদশ: মিচেল মার্শ, এডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আয়ুষ বদোনী, শার্দূল ঠাকুর, আকাশ দীপ, আবেশ খান এবং দিগ্বেশ রাঠী।