২ অক্টোবর থেকে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে নামবে ভারত। দু’দলের মধ্যে দু’টি টেস্ট হবে। সেই সিরিজ়ে ভারতের ১৫ জনের দল কেমন হতে পারে, খুঁজে দেখল আনন্দবাজার ডট কম। ইংল্যান্ড সিরিজ়ে যাঁরা খেলেছিলেন, তাঁরাই কি থাকবেন? না কি বদল হবে দলে?
ইংল্যান্ডের পিচ ও পরিবেশের সঙ্গে ভারতের পিচ ও পরিবেশের বিস্তর ফারাক। ফলে দলও এক থাকবে না। ভারতের মাটিতে স্পিনারদের ভূমিকা বেশি। ফলে দলে স্পিনারের সংখ্যাও বেশি থাকবে। তুলনায় পেসার থাকবে কম।
ভারতীয় দলে বাধ্য হয়ে কয়েকটি বদল করতে হবে। উইকেটরক্ষক ঋষভ পন্থ এখনও চোট সারিয়ে ফেরেননি। ফলে তিনি খেলতে পারবেন না। পেসার আকাশদীপও চোটে রয়েছেন। ফলে বিকল্প উইকেটরক্ষক নিতে হবে। পাশাপাশি পেসারদের তুলনায় বেশি স্পিনার থাকবে দলে। ভারতের ১৫ জনের দলে পাঁচ বিশেষজ্ঞ ব্যাটার, দুই উইকেটরক্ষক, তিন স্পিনার-অলরাউন্ডার, এক পেসার-অলরাউন্ডার, এক বিশেষজ্ঞ স্পিনার ও তিন বিশেষজ্ঞ পেসার থাকার সম্ভাবনা রয়েছে।
ভারতের ১৫ জনের দল:
১) শুভমন গিল— দলের অধিনায়ক। প্রথম সিরিজ়ে ইংল্যান্ডের বিরুদ্ধে নজর কেড়েছেন। সিরিজ় ড্র করেছেন। এ বার দেশের মাটিতে সিরিজ় জিততে চাইবেন তিনি। পাশাপাশি ব্যাট হাতে আরও রেকর্ড করতে চাইবেন শুভমন।
২) যশস্বী জয়সওয়াল— দলের ওপেনার। ইংল্যান্ডে রান করেছেন। দেশের মাটিতেও সেই ফর্ম এগিয়ে নিয়ে যেতে চাইবেন তিনি।
৩) লোকেশ রাহুল— ইংল্যান্ডে ওপেনার হিসাবে নজর কেড়েছেন। ভারতের মাটিতেও তাঁর কাঁধে থাকবে বড় দায়িত্ব।
৪) সাই সুদর্শন— ইংল্যান্ডে অভিষেক হলেও এখনও বড় ইনিংস খেলতে পারেননি। তবে তাঁর উপর ভরসা রয়েছে ভারতীয় দলের। ফলে ভারতের মাটিতেও সুযোগ পাবেন তিনি।
৫) দেবদত্ত পাড়িক্কল— দেশের মাটিতে আবার ভারতীয় দলে ঢুকতে পারেন পাড়িক্কল। ভারত ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে শতরান করেছেন। ইংল্যান্ডে করুণ নায়ার ভাল খেলতে পারেননি। তিনি বাদ পড়তে পারেন। তাঁর জায়গায় ঢুকতে পারেন পাড়িক্কল।
৬) ধ্রুব জুরেল— পন্থ না থাকায় ভারতের প্রথম উইকেটরক্ষক জুরেল। ইংল্যান্ডে পঞ্চম টেস্টে খেলেছিলেন তিনি। ভারতের মাটিতে দু’টি টেস্টেই তিনি দলের প্রথম পছন্দ।
৭) রবীন্দ্র জাডেজা— ইংল্যান্ডে দুর্দান্ত খেলেছেন। রান করেছেন। উইকেট নিয়েছেন। ভারতেও দলের স্পিন আক্রমণের নেতা তিনি।
৮) অক্ষর পটেল— ইংল্যান্ডে না খেললেও দেশের মাটিতে অক্ষর ভাল বিকল্প। ১৫ জনের দলে থাকবেন তিনি। তবে জাডেজা ও অক্ষর একই ধরনের ক্রিকেটার। ফলে প্রথম একাদশে অক্ষরের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।
আরও পড়ুন:
৯) ওয়াশিংটন সুন্দর— ইংল্যান্ডে যেটুকু সুযোগ পেয়েছেন, ভাল খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেও তিনি থাকবেন।
১০) কুলদীপ যাদব— ইংল্যান্ড সিরিজ়ে থাকলেও একটি ম্যাচেও খেলার সুযোগ হয়নি তাঁর। তবে ভারতের মাটিতে তিন স্পিনার খেলাবেন গম্ভীরেরা। ফলে কুলদীপের খেলা প্রায় পাকা।
১১) জসপ্রীত বুমরাহ— আপাতত এশিয়া কাপে খেলছেন বুমরাহ। তবে টি২০ ম্যাচে ধকল অনেক কম। ফলে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলতে সমস্যা হবে না তাঁর। যেহেতু দুই টেস্টের সিরিজ় তাই বুমরাহের বিশ্রামেরও প্রয়োজন পড়বে না।
১২) মহম্মদ সিরাজ— ইংল্যান্ড সফরে বল হাতে নায়ক হয়ে উঠেছেন সিরাজ। শেষ টেস্টে একার দাপটে দলকে জিতিয়ে সিরিজ় ড্র করেছেন। ধকলের সমস্যা তাঁর নেই। ফলে ভারতের মাটিতেও সিরাজকে খেলতে দেখা যাবে।
১৩) প্রসিদ্ধ কৃষ্ণ— ইংল্যান্ডে খেলেছেন। ভারতের মাটিতেও টেস্ট সিরিজ়ে থাকবেন। তবে প্রথম একাদশে হয়তো খেলার সুযোগ হবে না তাঁর।
১৪) নীতীশ কুমার রেড্ডি— একমাত্র পেসার অলরাউন্ডার হিসাবে ভারতীয় দলে থাকবেন নীতীশ। তবে ভারতের মাটিতে টেস্টে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই।
১৫) নারায়ণ জগদীশন— পন্থ চোট পাওয়ার পর ইংল্যান্ডে পরিবর্ত উইকেটরক্ষক হিসাবে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল জগদীশনকে। কিন্তু খেলা হয়নি তাঁর। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়েও পন্থ নেই। ফলে সেখানেও দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে থাকবেন জগদীশন।