১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতকে সেই ট্রফি জেতার সেরা দাবিদার বলে মনে করেন রবিচন্দ্রন অশ্বিন। তবে ভারত ছাড়া আরও একটি দেশের সুযোগ দেখছেন তিনি। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বা আয়োজক দেশ পাকিস্তানের নাম করেননি অশ্বিন। তিনি এগিয়ে রেখেছেন নিউ জ়িল্যান্ডকে।
নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়োয় অশ্বিন জানিয়েছেন, কেন তিনি ভারতকে সবচেয়ে বেশি এগিয়ে রেখেছেন। ভারতের প্রাক্তন অলরাউন্ডার বলেন, “ভারত বাড়তি সুবিধা পাবে। কারণ ওরা সব ম্যাচ দুবাইয়ে খেলবে। বাকিদের মতো বিভিন্ন মাঠে ওদের খেলতে হবে না। একটাই মাঠে খেলায় চেনা পরিবেশে খেলতে পারবে ওরা। ভারতের বিরুদ্ধে বাকিদের সমস্যা হবে।”
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ় চলছে। পাকিস্তান ছাড়াও সেখানে খেলছে নিউ জ়িল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে নিউ জ়িল্যান্ড হারিয়েছে পাকিস্তানকে। কেন উইলিয়ামসনদের খেলা দেখে খুশি অশ্বিন। তিনি বলেন, “নিউ জ়িল্যান্ডের দলে বেশ কয়েক জন ভাল ক্রিকেটার রয়েছে। পাকিস্তানের মাটিতে ওদের হারিয়েছে নিউ জ়িল্যান্ড। ওদের স্পিনারেরা ভাল বল করছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে খেলার সুবিধা ওরা পাবে। আমার তো মনে হয় ভারত ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার দ্বিতীয় বড় দাবিদার নিউ জ়িল্যান্ড।”
আরও পড়ুন:
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে কিছুটা হলেও পিছিয়ে রাখছেন অশ্বিন। তার কারণও রয়েছে। অশ্বিনের কথায়, “অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওরা পাঁচ জন ক্রিকেটারকে পাবে না। ফলে দলে অনেক পরিবর্তন হবে। বোঝাপড়াতে সমস্যা হতে পারে। তাই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ওদের কম। ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে খেলছে ঠিকই। কিন্তু ওরা যদি পাকিস্তানের মাটিতে খেলত তা হলে ভাল করত। চ্যাম্পিয়ন্স ট্রফি তো পাকিস্তানে হবে। সেটা ইংল্যান্ডকে বুঝতে হত।”
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু ভারত সে দেশে যাবে না। ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে।