আরও একটি ডার্বি জিতল মোহনবাগান। ছোটদের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়েছে তারা। চলতি মরসুমে কলকাতা ডার্বিতে দাপট দেখিয়েছে মোহনবাগান। সিনিয়র ও জুনিয়র ডার্বি মিলিয়ে মোট ১১টি ম্যাচের মধ্যে ৮টি জিতেছে তারা।
রবিবার অনূর্ধ্ব-১৩ সাব জুনিয়র লিগ শুরু হয়েছে। প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাঠে সাগ্নিক কুন্ডুর গোলে জেতে মোহনবাগান। ম্যাচের ৮ মিনিটের মাথায় গোল করে সাগ্নিক। গোটা ম্যাচে সেই গোল শোধ করতে পারেনি ইস্টবেঙ্গল। ম্যাচ জিতে এই লিগেও পয়েন্ট তালিকার শীর্ষে বাগান।
আরও পড়ুন:
শনিবার অনূর্ধ্ব-১৫ লিগে ৪-২ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছে মোহনবাগান। কল্যাণী স্টেডিয়ামে সেই ম্যাচে বাগানের হয়ে হ্যাটট্রিক করে রাজদীপ পাল। অপর গোল রোহিত বর্মনের। দলে যথেষ্ট অনূর্ধ্ব-১৫ ফুটবলার না থাকায় অনূর্ধ্ব-১৩ দলের সাত জনকে রেখেছিল মোহনবাগান। ইস্টবেঙ্গলের হয়ে দু’টি গোল করে রোমিত দাস ও শিশির সরকার।
চলতি মরসুমে মোট ১১টি ডার্বির মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। দু’টি ডার্বি ড্র হয়েছে। বাকি ৮টি ম্যাচ জিতেছে বাগান। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট কলকাতা ডার্বিতে কতটা দাপট দেখাচ্ছে সবুজ-মেরুন। আইএসএলে এই মরসুমে দু’টি ডার্বি হয়েছে। দু’টিই জিতেছে মোহনবাগান। আইএসএল লিগ-শিল্ড জয়ের পথে অনেকটা এগিয়ে গিয়েছে বাগান। অন্য দিকে লাল-হলুদের প্লে-অফের আশা প্রায় শেষ।