Advertisement
E-Paper

বিকেল থেকেই বৃষ্টি, ইডেনে অনুশীলনই করতে পারল না কলকাতা, বেঙ্গালুরু, শনিবার কী হবে?

পূর্বাভাস আগে থেকেই ছিল। সেইমতোই শুক্রবার বিকেল থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে শহরে। তার জেরে ইডেন গার্ডেন্সে ম্যাচের আগের দিন কলকাতা এবং বেঙ্গালুরু, কোনও দলই ঠিকমতো অনুশীলন করতে পারেনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ২২:১৯
cricket

বৃষ্টির কারণে ঢাকা ইডেন গার্ডেন্স। ছবি: পিটিআই।

পূর্বাভাস আগে থেকেই ছিল। সেইমতোই শুক্রবার বিকেল থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে শহরে। কখনও গতি কমেছে, কখনও বেড়েছে। তার জেরে ইডেন গার্ডেন্সে ম্যাচের আগের দিন কলকাতা এবং বেঙ্গালুরু, কোনও দলই ঠিকমতো অনুশীলন করতে পারেনি।

দুই দলেরই অনুশীলন ছিল বিকেল ৫টা থেকে। তবে ৬টা বাজার আগে থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে মাঠকর্মীরা এসে পুরো মাঠ ঢেকে দেন। ক্রিকেটারেরাও কিট ব্যাগ নিয়ে ফিরে যান সাজঘরে। বৃষ্টি পুরোপুরি না থামায় কোনও দলই অনুশীলন শুরু করতে পারেনি। এমনকি রাতের দিকে বলিউড অভিনেতাদের যে মহড়া ছিল, সেটাও বাতিল করা হয়।

শুক্রবারের পাশাপাশি শনিবারও ‘কমলা সতর্কতা’ জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতা ছাড়াও আশপাশের জেলাগুলিতে বৃষ্টি হবে।

শনিবার খেলা শুরু সন্ধ্যা ৭.৩০টা থেকে। ৭টায় টস। তার আগে সন্ধ্যা ৬টা থেকে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। তবে বৃষ্টি পড়লে কী হবে, তা ভেবে এখন থেকেই উৎকণ্ঠা বাড়ছে ক্রিকেটার থেকে সমর্থকদের।

অতীতে কখনও আইপিএলের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়নি। শনিবার তেমনটা হলে ১৮ বছরের ইতিহাসে প্রথম উদ্বোধনী ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাবে।

আইপিএলের নিয়ম অনুযায়ী, সর্বনিম্ন পাঁচ ওভারের ম্যাচ করা যায়। সেই ম্যাচ শুরু হওয়ার শেষ সময় রাত ১০.৫৬। খেলা হবে রাত ১২.০৬ মিনিট পর্যন্ত। অর্থাৎ ১০.৫৬-এর পরে কোনও ভাবেই ম্যাচ শুরু করা যাবে না।

IPL KKR vs RCB Weather Eden Gardens
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy