হেডিংলে টেস্টে প্রথম দিন ৩ উইকেট হারিয়ে ৩৫৯ রান তুলেছে ভারতীয় দল। নিশ্চিত ভাবেই শুভমন গিলদের লক্ষ্য থাকবে ৫০০-৫৫০ রান তুলে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। তবে ভারতীয় শিবিরের পরিকল্পনায় জল ঢালতে পারে ইংল্যান্ডের আবহাওয়া।
শনিবার হেডিংলেতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহবিদেরা। শুক্রবার সারা দিন আকাশ পরিষ্কার থাকলেও রাত থেকে মেঘ জমতে শুরু করেছে আকাশে। ইংল্যান্ডের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দুপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। হাওয়ার গতিও কিছুটা বেশি থাকতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ৩টে থেকে ভারী বৃষ্টি হতে পারে। তার খানিকটা আগে থেকে খারাপ হতে শুরু করবে আবহাওয়া। আবহবিদদের পূর্বাভাস মিলে গেলে, ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা বিঘ্নিত হবে। বিশেষ করে তৃতীয় সেশনে খেলা হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।
আরও পড়ুন:
বৃষ্টির জন্য বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আবহবিদেরা। ফলে আগামী দু’দিন বল আরও বেশি সুইং হওয়ার পরিস্থিতি তৈরি হবে। যা কিছুটা সুবিধা দিতে পারে ভারতীয় শিবিরকে। কারণ সে সময় ব্যাট করতে হবে ইংল্যান্ডকে। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণেরা আবহাওয়ার সুবিধা কাজে লাগাতে পারলে চাপ বাড়বে জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকসদের উপর। সব মিলিয়ে দ্বিতীয় দিন পুরো খেলা হওয়া নিয়ে সংশয়ের পাশাপাশি হেডিংলে টেস্টে বাড়তি সুবিধাও পেয়ে যেতে পারে ভারতীয় শিবির।