Advertisement
০২ মে ২০২৪
Vishnu Solanki

Ranji Trophy 2022: সদ্যোজাত কন্যার সৎকার করেই মাঠে বরোদার বিষ্ণু, করলেন শতরানও

টুইট করে বিষ্ণুর প্রশংসা করেন শেল্ডন জ্যাকসন। তিনি লেখেন, ‘অসাধারণ ক্রিকেটার! আমার জানা সব থেকে কঠিন ক্রিকেটার। বিষ্ণুকে স্যালুট জানাই, ওর পরিবার একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আরও শতরান পাও তুমি, অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাকে।’

বিষ্ণু সোলাঙ্কি।

বিষ্ণু সোলাঙ্কি। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৫২
Share: Save:

কিছু দিন আগেই সদ্যোজাত মেয়েকে হারিয়েছেন। মেয়ের সৎকার করে এসে মাঠে নেমে পড়লেন বরোদার হয়ে। শুধু মাঠেই নামলেন না, দলের হয়ে শতরানও করলেন বিষ্ণু সোলাঙ্কি।

রঞ্জি ট্রফিতে চণ্ডীগড়ের বিরুদ্ধে খেলছে বরোদা। ভুবনেশ্বরে বিকাশ ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি এই দুই দল। সেই ম্যাচে দ্বিতীয় দিন বরোদার হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে শতরান করেন বিষ্ণু। ১৬১ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন তিনি। শনিবার আর এক রান যোগ করেই আউট হন বিষ্ণু। ৫১৭ রান তোলে বরোদা। নিজের জন্য জীবনের অন্যতম কঠিন সময় দাঁড়িয়ে বিষ্ণুর এই ইনিংসের প্রশংসা করেছেন ক্রিকেটপ্রেমীরা।

টুইট করে বিষ্ণুর প্রশংসা করেন শেল্ডন জ্যাকসন। তিনি লেখেন, ‘অসাধারণ ক্রিকেটার! আমার জানা সব থেকে কঠিন ক্রিকেটার। বিষ্ণুকে স্যালুট জানাই, ওর পরিবার একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আরও শতরান পাও তুমি, অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাকে।’

বরোদা ক্রিকেট সংস্থার প্রধান শিশির হত্তাঙ্গাদি (Hattangadi) শুভেচ্ছা জানিয়েছেন বিষ্ণুকে। তিনি টুইট করে লেখেন, ‘কয়েক দিন আগে নিজের সদ্যোজাত মেয়েকে হারানো এক ক্রিকেটারের গল্প। মেয়ের শেষকৃত্য করে রঞ্জি খেলার জন্য বরোদা দলে যোগ দেয় সে। শতরান করেছে সে। নেটমাধ্যমে খুব বেশি প্রশংসা নাই পেতে পারে, কিন্তু আমার কাছে বিষ্ণু সত্যিকারের নায়ক, এক জন অনুপ্রেরণা।’

১১ ফেব্রুয়ারি বিষ্ণু খবর পান তাঁর মেয়ে হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে মারা যায় সদ্যোজাত। সেই সময় ভুবনেশ্বরে দলের সঙ্গে ছিলেন বিষ্ণু। সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে যান। তিন দিনের মধ্যে ফিরে এসে দলে যোগ দেন বিষ্ণু। বাংলার বিরুদ্ধে ১৭ ফেব্রুয়ারি থেকে ম্যাচ ছিল বরোদার। সেই ম্যাচে খেলেননি বিষ্ণু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vishnu Solanki Ranji Trophy Baroda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE