নতুন বছরকে স্বাগত জানালেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তবে কিছুটা অন্য ভাবে। বলিউড অভিনেতা রণবীর সিংহের সঙ্গে নাচতে দেখা গেল তাঁকে। সেখানে ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের আরও কয়েক জন উপস্থিত ছিলেন। সবাইকে নিয়েই বর্ষবরণ করলেন শাস্ত্রী।
ইনস্টাগ্রামে একটি ভি়ডিয়ো প্রকাশ করেছেন শাস্ত্রী। সেখানে দেখা যাচ্ছে কালো রংয়ের পোশাক পরে নাচছেন তিনি। পাশে রণবীর। নাচের তালে বলি অভিনেতাকে টক্কর দেওয়ার চেষ্টা করছেন তিনি। দেখে মনে হচ্ছে সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ৮৩ উপলক্ষ্যে কোনও পার্টি চলছে। সেখানে ছবির অন্য কলাকুশলীদের দেখা যায়। কপিল দেবের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য বলবিন্দর সিংহ সান্ধুও ছিলেন সেখানে।