Advertisement
০১ মে ২০২৪
India vs England

বিশ্রাম নেই অশ্বিনের! টেস্ট শেষে ছুটিতে বাড়ি ফিরেই নেমে পড়লেন অন্য মাঠে

কয়েক দিনের বিশ্রাম পেয়েছেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। সকলে নিজেদের বাড়ি চলে গিয়েছেন। অশ্বিনও ফিরেছেন চেন্নাইয়ে। তবে তাঁর বিশ্রাম নেই। ক্রিকেট নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি।

picture of R Ashwin

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৪
Share: Save:

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় এবং তৃতীয় টেস্টের মধ্যে রয়েছে ১০ দিনের বিরতি। ভারতীয় দলের ক্রিকেটারেরা সকলেই কয়েক দিনের জন্য বাড়ি চলে গিয়েছেন। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ফিরবেন তিনি। রোহিত শর্মা, শুভমন গিলেরা বিশ্রাম নিলেও অন্য মাঠে নেমে পড়লেন রবিচন্দ্রন অশ্বিন।

ঠাসা সূচির মধ্যে সুযোগ পেলে বিশ্রাম নিতে পছন্দ করেন ক্রিকেটারেরা। বিশ্রামের সময়ও অশ্বিন নিজেকে ব্যস্ত রাখেন ক্রিকেটের মধ্যেই। ক্রিকেট নিয়ে পড়াশোনা করেন। গবেষণা করেন। নিজের ইউটিউব চ্যানেলে নানা বিষয় মতামত দেন। এ বার তাঁকে দেখা গেল অন্য ভূমিকায়।

দু’টেস্টের মাঝের বিরতিতে সতীর্থদের মতো অশ্বিনও বাড়ি ফিরে গিয়েছেন। চেন্নাইয়ে ফিরেও নিজেকে ব্যস্ত রেখেছেন ক্রিকেটীয় কাজে। তাঁকে দেখা গেল তামিলনাড়ু প্রিমিয়ার লিগের নিলামে। বুধবার নিজের ফ্র্যাঞ্চাইজ়ি ডিন্ডিগুল ড্রাগনসের হয়ে ক্রিকেটার কিনলেন অভিজ্ঞ অফস্পিনার। নিলামের টেবিলে অশ্বিনের ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এই ভূমিকায় অশ্বিন অবশ্য নতুন নন। আগেও তাঁকে দেখা গিয়েছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগের নিলামে। তবে আন্তর্জাতিক সিরিজ়ের মাঝে ক্রিকেটার থেকে কর্তার ভূমিকায় আগে তাঁকে দেখা যায়নি।

নিলামে অংশগ্রহণ করার পর আগামী মরসুমের দল নিয়ে নিজের মতামতও জানিয়েছেন অশ্বিন। তিনি বলেছেন, ‘‘তামিলনাডু ক্রিকেটের প্রতি এটা আমার দায়বদ্ধতা। তামিলনাড়ুর হয়ে ক্রিকেট খেলতে সব সময় পছন্দ করি। ক্লাব ক্রিকেট হোক বা রঞ্জি ট্রফি কখনও ম্যাচ খেলার সুযোগ হারাতে চাই না। খেলাটাই আমার নেশা, ভাললাগা। আমি মনে করি, যত বেশি খেলব, তত ভাল ক্রিকেটার হয়ে ওঠার সুযোগ থাকবে। তামিলনাড়ুর ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। আমারও উচিত কিছু ফিরিয়ে দেওয়া। আমি এগুলো করতে ভালবাসি। অন্য কোনও কারণ নেই।’’

ভারত-ইংল্যান্ড সিরিজ়ে রোহিত শর্মার অন্যতম অস্ত্র অশ্বিন। রবীন্দ্র জাডেজা চোট পাওয়ায় তাঁর দায়িত্ব আরও বেড়েছে। বোলিংয়ের পাশাপাশি, ব্যাট হাতেও দলকে সাহায্য করার চেষ্টা করছেন। যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের টেস্ট বোলারদের ক্রমতালিকায় বুধবারই শীর্ষচ্যুত হয়েছেন অশ্বিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE