Advertisement
E-Paper

টেনিস বলে খেলা থেকে এক দিনের ক্রিকেটে অভিষেক! বরুণকে নিয়ে আবেগপ্রবণ জাডেজা

টেনিস বলে খেলে ক্রিকেট শুরু হয়েছিল। সেখান থেকে জাতীয় দলে আরও একটি ফরম্যাটে অভিষেক হল বরুণ চক্রবর্তীর। রবিবার এক দিনের ক্রিকেটে অভিষেক হল কেকেআর স্পিনারের। তাঁর হাতে টুপি তুলে দিতে গিয়ে আবেগপ্রবণ রবীন্দ্র জাডেজা।

cricket

অভিষেকের টুপি নিয়ে বরুণ চক্রবর্তী। ছবি: সমাজমাধ্যম।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৪
Share
Save

টেনিস বলে খেলে ক্রিকেট শুরু হয়েছিল। সেখান থেকে জাতীয় দলে আরও একটি ফরম্যাটে অভিষেক হয়ে গেল বরুণ চক্রবর্তীর। টি-টোয়েন্টির পর রবিবার এক দিনের ক্রিকেটে অভিষেক হল কেকেআর স্পিনারের। তাঁর হাতে টুপি তুলে দিতে গিয়ে আবেগপ্রবণ রবীন্দ্র জাডেজা।

৩৩ বছরের বরুণ ভারতের ২৫৯তম ক্রিকেটার হিসাবে ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক ঘটালেন। তাঁর হাতে টুপি তুলে দিয়ে জাডেজা বলেন, “বরুণের টুপির নম্বর ২৫৯। তোমার এবং তোমার পরিবারের কাছে আজ একটা বিশেষ দিন। টেনিস বল থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে তোমার জাদু আমরা দেখেছি। এ বার এই ফরম্যাটেও তোমার জাদু দেখার অপেক্ষায় আমরা। সবাই তোমার পাশে আছি। নিজের ১০০ শতাংশ দাও।”

বরুণ নিজেও এই কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “খুব ভাল লাগছে। ২০২১-এ টি-টোয়েন্টিতে অভিষেকের পর থেকে আজ পর্যন্ত একটা লম্বা পথ এগিয়েছি। ঘরোয়া ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলার সুবাদে আজ এই জায়দায় পৌঁছেছি। এই অভিজ্ঞতা সারাজীবন মনে রাখব।”

অভিষেকে দ্বিতীয় ওভারেই উইকেট নেন বরুণ। ফিল সল্ট এবং বেন ডাকেট ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন। সল্টকে ফিরিয়ে দেন বরুণ। তাঁর বলে ক্যাচ ধরেন জাডেজাই।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়‌ের সেরা ক্রিকেটার হয়েছিলেন বরুণ। পাঁচ ম্যাচে তিনি ১৪টি উইকেট নিয়েছিলেন।

India vs England Varun Chakravarthy Ravindra Jadeja

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}