এমনিতে তাঁর মাথা শান্ত। কিন্তু মাঠে সতীর্থেরা ভুল করলে ছেড়ে কথা বলেন না। রবিবার সেই রোহিত শর্মাকে বার বার মেজাজ হারাতে দেখা গেল। কখনও তাঁর রোষের মুখে পড়লেন কেএল রাহুল, কখনও হর্ষিত রানা। তবে রোহিত যে যে কারণগুলিতে মাথা গরম করেছেন, প্রত্যেকটিই ন্যায্য।
প্রথম ঘটনাটি ঘটে ২৫তম ওভারে। অক্ষর পটেলকে সুইপ করতে গিয়েছিলেন জো রুট। শট মারতে পারেননি। বল লাগে কোমরে। মাঠের আম্পায়ার নট আউট দিলেও অক্ষর এবং রাহুল মানতে রাজি ছিলেন না। বার বার রোহিতকে জোরাজুরি করেন রিভিউ নেওয়ার জন্য। হাতে মাত্র একটাই রিভিউ পড়ে থাকা রোহিত রাজি হচ্ছিলেন না। সতীর্থের চাপাচাপিতে নিয়েই নেন।
রিপ্লেতে দেখা যায়, বল রুটের গ্লাভসে লেগেছে। ফলে এলবিডব্লিউ হওয়ার সম্ভাবনা নেই। সেই রিভিউও হারানোর পরে রোহিত শান্ত থাকতে পারেননি। ক্যামেরার দেখা গিয়েছে, প্রকাশ্যেই রাহুল এবং অক্ষরের উদ্দেশে কিছু বলছেন তিনি।
পরের ঘটনাটি ৩২তম ওভারে। এ বার তোপের মুখে পড়েন হর্ষিত রানা। ওভারের পঞ্চম বলে রক্ষণ করেন জস বাটলার। হর্ষিত বল হাতে তুলেই বাটলারকে রান আউট করার লক্ষ্যে উল্টো দিকে ছুড়ে দেন। তা উইকেটের অনেকটাই বাইরে দিয়ে বেরিয়ে যায়। উইকেটকিপার রাহুলের কিছু করার ছিল না। ডিপ ফাইন লেগে ছিল না কোনও ফিল্ডারও। অনাবশ্যক চার রান হওয়ায় মেজাজ ঠিক রাখতে পারেননি রোহিত। হর্ষিতের উদ্দেশে বলে ওঠেন, ‘তোর মাথা ঠিক আছে তো?’
আরও পড়ুন:
রোহিতের পাশে দাঁড়িয়েছেন ধারাভাষ্যকার গ্রেম সোয়ান। বলেছেন, “হর্ষিত যে কাজ করেছে সেটা অধিনায়ককে রাগিয়ে দেওয়ার মতোই। ওকে মাথা ঠান্ডা রাখতে হবে। কী দরকার এত আগ্রাসনের?”