৩৩৯ দিন পরে শতরান করেছেন রোহিত শর্মা। কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে রানে ফিরেছেন তিনি। ৯০ বলে ১১৯ রানের ইনিংস খেলেছেন রোহিত। এই ইনিংস পরিস্থিতি বদলে দিয়েছে বলে মনে করেন রবীন্দ্র জাডেজা। তাঁর মতে, এই শতরান কাজে লাগবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
জাডেজার মতে, রোহিতের মতো ক্রিকেটারদের ক্ষেত্রে ফর্ম বদলের জন্য মাত্র একটি ইনিংসই দরকার হয়। সেটা কটকে তিনি পেয়ে গিয়েছেন। জাডেজা বলেন, “কখনও কখনও পরিস্থিতি বদলানোর জন্য একটা ইনিংসই দরকার হয়। সেটা রোহিত পেয়েছে। সবচেয়ে ভাল বিষয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে ও রান পেয়েছে। এটা শুধু ওর নয়, দলের পক্ষেও ভাল। রোহিত রানে থাকলে দলেরই সুবিধা। রোহিত নিজেও জানত, রান পেতে বেশি দেরি ওর হবে না। তাই ও বেশি আলোচনাও করত না।”
আরও পড়ুন:
ফর্মে রয়েছেন জাডেজাও। দু’টি ম্যাচে ৬টি উইকেট নিয়েছেন তিনি। ভাল বল করছেন। ইংল্যান্ড সিরিজ়ের আগে একটি রঞ্জি ম্যাচ খেলেছিলেন তিনি। সৌরাষ্ট্রের হয়ে দিল্লির বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচ খেলায় তাঁর সুবিধা হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন অলরাউন্ডার। তিনি বলেন, “ঘরোয়া ক্রিকেটে অনেক ওভার বল করেছি। সেটা সাহায্য করেছে। কারণ, প্রায় দু’বছর পরে আবার এক দিনের ক্রিকেট খেলছি। রঞ্জিতে যে লাইন, লেংথে বল করি, সেটাই এখানে করছি। তা কাজেও দিচ্ছে।”
জাডেজা ভাল বল করলেও কটকের নায়ক রোহিত। শুরু থেকে চালিয়ে খেলা শুরু করেন তিনি। একের পর এক বড় শট গিয়ে পড়ে গ্যালারিতে। এক দিনের ক্রিকেটে নিজের ৩২তম শতরান করেন রোহিত। ১২টি চার ও সাতটি ছক্কা মারেন তিনি। এই ম্যাচের আগে গত ১০টি ইনিংসে মাত্র ৭০ রান করেছিলেন রোহিত। সেই তিনিই কটকে হারালেন ইংল্যান্ডকে। ফিরলেন স্বমহিমায়।