ডব্লিউপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করে হরমনপ্রীত কৌরের দল করে ৫ উইকেটে ১৫৪ রান। জবাবে ১৯ ওভারে ৩ উইকেটে ১৫৫ দিল্লির। এ দিনের জয়ের ফলে পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে প্লেঅফের দৌড়ে চলে এল। ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন জেমাইমা। অন্য দিকে চাপ বাড়ল মুম্বইয়ের। হরমনপ্রীতদের ৪ পয়েন্ট ছয় ম্যাচে।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক জেমাইমা রদ্রিগেজ়। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও এ দিন বিশেষ সুবিধা করতে পারেননি মুম্বইয়ের ব্যাটারেরা। দুই ওপেনার সজীবন সঞ্জনা (৯) এবং হেইলি ম্যাথিউস (১২) দ্রুত আউট হয়ে যাওয়ায় শুরুতেই চাপে পড়ে যায় মুম্বই। পরিস্থিতি সামাল দেন তিন নম্বরে নামা ন্যাট সিভার ব্রান্ট এবং চার নম্বরে নামা হরমনপ্রীত। মুম্বই অধিনায়ক ৩৩ বলে ৪১ রান করেন ৭টি চারের সাহায্যে। তবে ব্রান্ট শেষ পর্যন্ত ২২ গজের এক দিক আগলে রাখেন। তাঁর ৪৫ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংসে রয়েছে ৬টি চার এবং ২টি ছয়। মুম্বইয়ের বাকি ব্যাটারেরাও তেমন রান পেলেন না। নিকোলা ক্যারে (১২), আমনজ্যোৎ কৌর (৩) দলকে ভরসা দিতে ব্যর্থ। শেষে ১০ রান করে ব্রান্টের সঙ্গে অপরাজিত থাকেন সংস্কৃতি গুপ্ত।
দিল্লির সফলতম বোলার শ্রী চরণী ৩৩ রানে ৩ উইকেট নেন। তবে বল হাতে অনবদ্য পারফর্ম করলেন মারিজ়ানে কাপ। ৪ ওভারে ৮ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। ১৬টি ডট বল (যে বলে রান হয় না) করেছেন তিনি। তাঁকে একটিও চার বা ছয় মারতে পারেননি মুম্বইয়ের ব্যাটারেরা। এ ছাড়া ৩৬ রানে ১ উইকেট নিয়েছেন নন্দিনী শর্মা।
আরও পড়ুন:
জয়ের জন্য ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে শুরু করেন দিল্লির দুই ওপেনার শেফালি বর্মা এবং লিজ়েল লি। শেফালি খেলেন ২৪ বলে ২৯ রানের ইনিংস। মারেন ৬টি বাউন্ডারি। বেশি আগ্রাসী ছিলেন লি। তিনি করেন ২৮ বলে ৪৬। তাঁর ব্যাট থেকে এসেছে ৭টি চার এবং ১টি ছক্কা। প্রত্যাশা মতো পারফর্ম করতে পারলেন না লরা উলভার্ট। ১৯ বলে ১৭ রান করলেন তিনি। তাতে যদিও দিল্লিকে সমস্যায় পড়তে হয়নি। শেষ পর্যন্ত ২২ গজে থেকে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিলেন অধিনায়ক জেমাইমা। ৩৭ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। জেমাইমার ব্যাট থেকে এসেছে ৫টি চার এবং ১টি ছয়। শেষ পর্যন্ত তাঁর সঙ্গে ছিলেন কাপ (৬ বলে অপরাজিত ১০)।
মুম্বইয়ের বোলারদের মধ্যে সফলতম বৈষ্ণবী শর্মা ২০ রানে ১ উইকেট নিয়েছেন। ২১ রানে ১ উইকেট আমনজ্যোতের।