Advertisement
১০ নভেম্বর ২০২৪
India U19 vs Australia U19

ছোটদের দ্বিতীয় টেস্টেও দাপট ভারতের, হরবংশের শতরানে চাপে অস্ট্রেলিয়া

দ্বিতীয় বেসরকারি টেস্টেও দাপট দেখাচ্ছে ভারতের ছোটরা। হরবংশের ১১৭ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪৯২ রান তুলেছে ভারত। চেন্নাইয়ের ২২ গজে সমস্যায় অস্ট্রেলিয়ার ব্যাটারেরা।

Picture of Harvansh Pangalia

শতরানের পর হরবংশ পাঙ্গালিয়া। ছবি: এক্স (টুইটার)।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৪ ২২:৫২
Share: Save:

অনূর্ধ্ব ১৯ অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টেও ভাল জায়গায় ভারতের অনূর্ধ্ব ১৯ দল। দ্বিতীয় দিনের শেষে ৩৫০ রানে এগিয়ে রয়েছে ভারত। চেন্নাইয়ের ২২ গজে প্রথম ইনিংসে ভারত করেছে ৪৯২ রান। জবাবে দিনের শেষে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ১৪২।

ভারতের দুই ওপেনার বিহান মালহোত্রা (১০) এবং বৈভব সূর্যবংশী (৩) ব্যর্থ হলেও অন্যরা ভাল খেললেন। প্রথম দিনের খেলা শেষে ভারতের রান ছিল ৫ উইকেটে ৩১৬। ২২ গজে ছিলেন অধিনায়ক সোহম পটবর্ধন এবং হরবংশ পাঙ্গালিয়া। সোহম ৬৩ রান করলেন। উইকেটরক্ষক হরবংশের ব্যাট থেকে এল ঝকঝকে ১১৭ রানের ইনিংস। ৭টি চারের পাশাপাশি ৬টি ছক্কাও মারলেন। তাঁর শতরানের ইনিংসের সুবাদেই অস্ট্রেলিয়ার ছোটদের সামনে বড় রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভারতের ছোটরা। পরের দিকে তাঁকে সাহায্য করলেন মহম্মদ এনান (২৬) এবং সমর্থ নাগারাজ (২০)। অস্ট্রেলিয়ার সফলতম বোলার হ্যারি হোয়েকস্ট্রা ৪১ রানে ২ উইকেট নিয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়াও। রিলে কিংসেল (৪) এবং সাইমন বাজ (৫) দ্রুত আউট হয়ে যান। তিন নম্বরে নেমে দলের ইনিংসের হাল ধরেন অধিনায়ক অলিভার পিক। দিনের শেষে তিনি অপরাজিত আছেন ৬২ রান করে। তাঁর সঙ্গে ২২ গজে রয়েছেন পাঁচ নম্বরে নামা অ্যালেক্স লি ইয়ং। অজি উইকটরক্ষক করেছেন ৪৫ রান। তাঁদের চতুর্থ উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে উঠেছে ১০০ রান। রান পাননি চার নম্বরে নামা স্টিভন হোগান (১১)। ভারতের এনান ২৭ রানে ২ উইকেট নিয়েছেন। ৪০ রানে ১ উইকেট আনমোলজিৎ সিংহের। উল্লেখ্য, প্রথম বেসরকারি টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২ উইকেটে জিতেছিল ভারতের ছোটরা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE